Dharna In Jayanti Gate Alipurduar

Dharna In Jayanti Gate Alipurduar
ছবি : গোপাল গোয়ালা



Source: Google Image - https://www.tripadvisor.in/

জয়ন্তী ভারতের পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার বাক্সা টাইগার রিজার্ভের একটি ছোট্ট বন জঙ্গল। এটি জয়ন্তী নদীর তীরে অবস্থিত এবং ভুটান পাহাড়ের সাথে প্রাকৃতিক সীমানা গঠন করে। এটি পার্শ্ববর্তী ল্যান্ডস্কেপ এবং বন্য ঝর্ণা সম্পর্কে তার দৃষ্টিভঙ্গির জন্য হাইকারদের কাছে জনপ্রিয়।


জয়ন্তী গেটে অবৈধ টাকা তুলা নিয়ে স্থানীয় লোকরা আজ জয়ন্তী গেটের সামনে ধর্না দিয়েছেন। তাদের মতে জয়ন্তী রাস্তা টা PWD এর আন্ডারে পড়ে । এখানে ফরেস্ট ডিপার্টমেন্ট অধিকারীরকরা কি করে লোকদের কাছ থেকে টাকা তুলতে পারেন ,সেটা নিয়ে প্রশ্ন তুলেছে লোকাল বাসিন্দারা। তাদের মতে ফরেস্ট ডিপার্টমেন্ট অবৈধভাবে কাজটিি করছে। অনুরোধে কোন লাভ না হলে,কাজটিি বন্ধ করতে ধনার পরিকল্পনা নেন।

জয়ন্তী গেটে টাকা তুলা নিয়ে এর আগেও অনেক বার স্থানীয় লোকেরা অভিযোগ তুলেছিলেন। কিন্তু তাতেও কোনো লাভ হয়নি, যার সাক্ষী হল আজকের ঘটনা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ