সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

Alipurduar news লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির আলিপুরদুয়ার দেবদূত ভবনে

যুব তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করে আলিপুরদুয়ার দেবদূত ভবনে। অর্থের কথা চিন্তা করে অনেক মানুষই বিনা চিকিৎসায় নিজেদের চক্ষু হারায়। তাই মানুষের কথা ভেবেই অভিনব উদ্যোগ নিল আলিপুরদুয়ার জেলা যুব তৃনমূল কংগ্রেসের। মঙ্গলবার ১২ নং ওয়ার্ড যুব তৃনমূল যুব কংগ্রেসের সভাপতি শ্রী বিপ্লব দেবনাথ এর উদ্যোগে শহরের দেবদ্রুত ভবনে আয়োজিত হল বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির । এদিনে শিবিরে বহু মানুষ তাদের চক্ষু পরীক্ষা করানোর পাশাপাশি ব্লাড সুগার পরীক্ষা করিয়ে উপকৃত হয়েছেন বলে জানা যায়। শুধুমাত্র ১৫০ টাকার বিনিয়ে চশমা প্রদান করা হয় ও তাছাড়া সমস্তকিছুই বিনামূল্যে চলে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন  আলিপুরদুয়ার টাউন ব্লক তৃনমূল কংগ্রেস কমিটির সভাপতি শ্রী দীপ্ত চ্যাটার্জী, পুরসভার প্রশাসক বাবলু কর, উপ-প্রশাসক রূমা চ্যাটার্জী ও রানা চক্রবর্তী, জেলার অন্যতম সাধারন সম্পাদক সঞ্জিত ধর ও অনুপ চক্রবর্তী, যুব তৃনমূলের জেলা সভাপতি রাজকমল ভগত, পশ্চিমবঙ্গ তৃনমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি কৌশিক সরকার ও রাজ্য সম্পাদিকা মৌমিতা অধিকারী, আলিপ

দীর্ঘ ২৩ বছর পর বক্সার জঙ্গলে দেখা মিলল রয়েল বেঙ্গল টাইগার

দীর্ঘ ২৩ বছর পর বক্সার জঙ্গলে দেখা মিলল রয়েল বেঙ্গল টাইগার রবিবার আরো পরিষ্কার ছবি সামনে এল। ছবি সংগ্রহীত : Parveen Kaswan (IFS) বক্সায় রয়েল বেঙ্গল টাইগার এর দেখা মিলতেই বন্ধ করা হলো সাফারি। 

দূর্গম বক্সা পাহাড়ে চালু হল ৩ সজ্জা বিশিষ্ট বক্সা ডুয়ার্স কমিউনিটি হেলথ ইউনিট

আলিপুরদুয়ার জেলার দূর্গম পার্বত্য এলাকায় শনিবার উদ্বোধন হল একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের।  য়ার নাম দেওয়া হয়েছে বক্সা ডুয়ার্স কমিউনিটি হেলথ ইউনিট।  সমুদ্রপৃষ্ট থেকে ২৬০০ মিটার উচ্চতায় এই স্বাস্থ্যকেন্দ্র তৈরি হল জেলা স্বাস্থ্যদফতরের উদ্যোগে। এদিন এই স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করেন আলিপুরদুয়ার জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা।   এই দূর্গম এলাকায় ১৩ টি গ্রাম থাকলেও এতদিন ছিল না কোন স্বাস্থ্যকেন্দ্রের। ফলে এই গ্রামগুলির কয়েকশ মানুষকে দূর্গম পাহাড়ি পথ বেয়ে চিকিৎসার জন্য আসতে হয় নিকটবর্তী সান্তালাবাড়ি গ্রামীন স্বাস্থ্যকেন্দ্রে। গর্ভবতী মায়েদের ও অসুস্থ গ্রামবাসীদের কাঁধে ঝুলিয়ে বক্সা পাহাড় থেকে সান্তালাবাড়িতে আসার চিত্র ছিল নিত্যদিনের। এই এলাকার মানুষজনের কথা চিন্তা করেই আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্যদফতরের উদ্যোগে সমুদ্রপৃষ্ট থেকে ২৬০০ মিটার উচ্চতায় চালু করলেন ৩ সজ্জা বিশিষ্ট বক্সা ডুয়ার্স কমিউনিটি হেল্থ ইউনিটের।  আলিপুরদুয়ার জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা জানান, বর্তমানে এই হেল্থ ইউনিটে আপাততঃ একজন প্রশিক্ষণ প্রাপ্ত আশাকর্মী থাকবে এছাড়া সপ্ত

মদ্যপ স্বামীর বাটামের আঘাতে মৃত্যু হল স্ত্রীর।

মদ্যপ স্বামীর বাটামের আঘাতে মৃত্যু হল স্ত্রীর। মদ্যপ অবস্থায় স্ত্রীকে বাটাম দিয়ে হত্যা করল স্বামী। বৃহস্পতিবার রাতে এমনই ঘটনা ঘটেছে আলিপুরদুয়ারের ফালাকাটা থানার ছোটশালকুমার গ্রাম পঞ্চায়েতের শিবনাথপুরের ঠুমাপাড়া এলাকায়। জানা গেছে বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই বাড়িতে মদ্যপানের আসর বসিয়েছিল স্থানীয় বাসিন্দা শুক্রা ওরাও। মদ্যপ অবস্থায় শুক্রা ঘড়ে ঢুকলে তার স্ত্রীর সাথে বচসা শুরু হয়। এরপরই বচসা চলাকালীন শুক্রা তার স্ত্রী রাজকুমারী ওঁরাওকে বাটাম দিয়ে মাথায় আঘাত করে রাত ৯ টা নাগাদ। এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে এসে মহিলাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পথেই তার মৃত্যু হয়। জানা যায় অভিযুক্ত স্বামী শুক্রা ওঁরাও কে গ্রেপ্তার করেছে ফালাকাটা থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে।

আলিপুরদুয়ারে বসেই আগরতলা পৌর নির্বাচনে বিজেপির বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ করলেন জে ডি এ চেয়ারম্যান তথা তৃণমূল নেতা গঙ্গাপ্রসাদ শর্মা।

আলিপুরদুয়ারে বসেই আগরতলা পৌর নির্বাচনে বিজেপির বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ করলেন জে ডি এ চেয়ারম্যান তথা তৃণমূল নেতা গঙ্গাপ্রসাদ শর্মা।   আলিপুরদুয়ার, ২৫ নভেম্বরঃ আলিপুরদুয়ার জেলা থেকেই ত্রিপুরার আগরতলার পুর নির্বাচনের মনিটরিং করলেন আলিপুরদুয়ার তৃনমুল কংগ্রেসের জেলা নেতা এবং জয়ঁগা ডেভলপমেণ্ট অথরিটি চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা ৷ গঙ্গাপ্রসাদ শর্মার উপরেই আগরতলা পুর নির্বাচনের ১৭ টি ওয়ার্ডের সার্বিক দায়িত্ব দিয়ে ছিলেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রায় এক মাস ধরে আগরতলার মাটি কামড়ে পরে ছিলেন গঙ্গাপ্রসাদ৷ বৃহস্পতিবার আলিপুরদুয়ারে বসেই তিনি দলীয় কর্মীদের নানান নির্দেশ দিয়েছেন। একদা এই বিজেপি নেতা আগরতলা পুর নির্বাচন নিয়ে বিজেপির বিরুদ্ধে রিগিং, সন্ত্রাস, বুথদখল, বুথজ্যাম এর মত অভিযোগে সরব হয়েছেন৷ তিনি বলেন আলিপুরদুয়ারে বসেই সকাল থেকে প্রায় ১০০ টি অভিযোগ দায়ের করেছেন নির্বাচণ কমিশনের কাছে৷ পুলিশ নিষ্কৃয় বলেও অভিযোগ তোলেন তিনি ৷