আলিপুরদুয়ারে বসেই আগরতলা পৌর নির্বাচনে বিজেপির বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ করলেন জে ডি এ চেয়ারম্যান তথা তৃণমূল নেতা গঙ্গাপ্রসাদ শর্মা।





আলিপুরদুয়ারে বসেই আগরতলা পৌর নির্বাচনে বিজেপির বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ করলেন জে ডি এ চেয়ারম্যান তথা তৃণমূল নেতা গঙ্গাপ্রসাদ শর্মা।

 

আলিপুরদুয়ার, ২৫ নভেম্বরঃ আলিপুরদুয়ার জেলা থেকেই ত্রিপুরার আগরতলার পুর নির্বাচনের মনিটরিং করলেন আলিপুরদুয়ার তৃনমুল কংগ্রেসের জেলা নেতা এবং জয়ঁগা ডেভলপমেণ্ট অথরিটি চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা ৷ গঙ্গাপ্রসাদ শর্মার উপরেই আগরতলা পুর নির্বাচনের ১৭ টি ওয়ার্ডের সার্বিক দায়িত্ব দিয়ে ছিলেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রায় এক মাস ধরে আগরতলার মাটি কামড়ে পরে ছিলেন গঙ্গাপ্রসাদ৷ বৃহস্পতিবার আলিপুরদুয়ারে বসেই তিনি দলীয় কর্মীদের নানান নির্দেশ দিয়েছেন। একদা এই বিজেপি নেতা আগরতলা পুর নির্বাচন নিয়ে বিজেপির বিরুদ্ধে রিগিং, সন্ত্রাস, বুথদখল, বুথজ্যাম এর মত অভিযোগে সরব হয়েছেন৷ তিনি বলেন আলিপুরদুয়ারে বসেই সকাল থেকে প্রায় ১০০ টি অভিযোগ দায়ের করেছেন নির্বাচণ কমিশনের কাছে৷ পুলিশ নিষ্কৃয় বলেও অভিযোগ তোলেন তিনি ৷      

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ