সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

Jalpaiguri লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

কলেজে তালিবানি শাসন চালাচ্ছে অভিযোগ উঠল কলেজ প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

জলপাইগুড়ি কমার্স কলেজের অধ্যক্ষ স্বৈরাচারী ও তালিবানি শাসন ব‍্যবস্থা চালাচ্ছেন বলে অভিযোগ তুলে আন্দোলন শুরু করলেন কলেজের অধ‍্যাপক ও শিক্ষা কর্মীরা।  অভিযোগ,  কলেজের ইতিহাসের শিক্ষিকা জানান যে তাদের সাথে প্রধান অধ্যাপক খুব বাজে ভাবে কথা বলেন যদি তারা শিক্ষিকা না হতেন কলেজ তাহলে তাদের কোন এক জায়গায় বারে ডান্স করতে হতো। তিনি আরো বলেন আমাদের জন্য কোন পড়ুয়াদের সমস্যা হবে না আমাদের মতো আমরা প্রতিবাদ করতে থাকবো অবিলম্বে প্রধান শিক্ষককে পদত্যাগ করার দাবিতে। এই পরিপেক্ষিতে সেই কলেজের প্রধান অধ্যাপক জানান যদি আমার বিষয়ে কোনো নথি দেখাতে পারে তাহলে আমি তৎক্ষণাৎ কলেজ ছেড়ে দেব। 

দুর্গম পর্বত শৃঙ্গ লেডি অফ কেলং অভিযানের প্রস্তুতি নেচার এন্ড ট্রেকাস ক্লাব অফ জলপাইগুড়ি।

  দুর্গম পর্বত শৃঙ্গ লেডি অফ কেলং অভিযানের প্রস্তুতি শুরু, আগামী ১১ই জুলাই করা হবে ফ্ল্যাগঅফ। এবার হিমাচল প্রদেশের এক দুর্গম শৃঙ্গ, যেখানে এখন পর্যন্ত শুধুমাত্র দুটি অভিযান সংঘটিত হয়েছে। শৃঙ্গের নাম লেডি অফ কেলং যা লাহুল স্পিতি অঞ্চলে অবস্থিত। ২০০৫০ ফুট উচ্চতা বিশিষ্ট এই শৃঙ্গের পথ খুবই দুর্গম। পথের দুর্গমতার জন্য মুল শিবিরে পৌঁছাবে না কোন মালবাহক ঘোড়া বা খচ্চর, ফলস্বরূপ দলের সদস্যদেরই অভিযানের সমস্ত জিনিসপত্র পিঠে করে নিয়ে যেতে হবে।  নেচার এন্ড ট্রেকাস  ক্লাব অফ জলপাইগুড়ি সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের অভিযানে ক্লাবের অভিজ্ঞ পর্বতারোহীরা ছারাও উত্তরবঙ্গের অন্যান্য প্রান্ত থেকে তিন জন প্রতিভাবান পর্বতারোহীকে দলে সুযোগ দেওয়া হয়েছে। ভারতীয় পর্বতারোহণ সংগঠন অনুমদিত দুর্গম এই অভিযানের জন্য দশ জনের এক অভিজ্ঞ দল নির্বাচিত করা হয়েছে। নেতৃত্ব দিচ্ছেন অভিজ্ঞ পর্বতারোহী ভাস্কর দাস। অন্যান্য সদস্যরা হলেন – দীপঙ্কর সেন, জয়ন্ত সরকার, মুজিবর শেক, সুজয় বনিক, আমিত দাস, জনক কোচ, পাশাং দোরজি শেরপা, আবির চৌধুরী এবং সঞ্জিত ছেত্রি।  আগামী ১১ই জুলাই দেশের জাতীয় পতাকা এবং ক্ল

চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হল এক সদ্যজাত বাচ্চার।

চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হল এক সদ্যজাত বাচ্চার। হিটারে পুড়ে শিশু মৃত্যুর অভিযোগ উঠল জলপাইগুড়ির একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে।  নার্সিংহোমের গাফিলতিতেই শিশু মৃত্যু হয়েছে বলে অভিযোগ। গত বুধবার ময়নাগুড়ি চুড়া ভান্ডারের বাসিন্দা সুজিত মন্ডল তার গর্ভবতী স্ত্রীকে জলপাইগুড়ির একটি নার্সিং হোমে ভর্তি করেন। ওই দিন তাদের পুত্র সন্তানের জন্ম হয়। অভিযোগ জন্মের পর হিটারে রাখা ছিল শিশু। আর সেখানেই পুড়ে শিশুর মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত চেয়ে নার্সিংহোম কর্তৃপক্ষ ও চিকিৎসকের বিরুদ্ধে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও এ বিষয়ে মুখ খোলেনি নার্সিংহোম কর্তৃপক্ষ। তবে নার্সিংহোমে ম্যানেজার দেবপ্রিয়া দত্ত জানিয়েছেন, ময়না তদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।