চা শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে বিজেপির গেট মিটিং।


চা শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে বিজেপির গেট মিটিং।


আলিপুরদুয়ার:- ন্যূনতম মুজুরি সহ চা বাগান শ্রমিকদের নানান সমস্যা নিয়ে ডুয়ার্সের বিভিন্ন চা বাগানে অনুষ্ঠিত হল গেট মিটিং । শুক্রবার সকালে বিজেপির চা বাগান শ্রমিক সংগঠন ভারতীয় টি ওয়ার্কার্স ইউনিয়নের তরফে গেট মিটিং করা হয় প্রায় সমস্ত বাগানে । দিনের কাজ শুরু করার আগে চা বাগানের ফ্যাক্টরির গেটের সামনে এই গেট মিটিং করা হয়। প্রায় ঘণ্টাখানেক মিটিংয়ের পর শ্রমিকরা কাজে যোগদান করেন। তাশা টি বাগানের এদিনের ওই গেট মিটিং এ উপস্থিত ছিলেন, ফালাকাটার বিধায়ক দীপক বৰ্মন। তিনি জানান, "এই চা বাগানের শ্রমিকরা নানান সমস্যায় আছেন। এদিন বিধায়ক দীপক বর্মন জানান, চা শ্রমিকদের ন্যূনতম মজুরির বিষয় টি দীর্ঘদিন ধরে ঝুলে আছে , বাগানের হাসপাতালের চিকিৎসা পরিষেবা ভালো নেই, দীর্ঘদিন বসবাসকারী শ্রমিকদের পাট্টা প্রদান, ছেলে মেয়েদের সঠিক শিক্ষাদান সহ বিভিন্ন দাবিতে এদিনের গেট মিটিং।" এছাড়াও এদিন ডুয়ার্সের দলগাঁও, সিংহানিয়া, দলমর চা বাগান সাহা বিভিন্ন বাগানের ফ্যাক্টরির গেটের সামনে গেট মিটিং করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ