সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

Falakata লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

ফালাকাটা পৌর ভোটের রেজাল্ট

ফালাকাটা পুরসভা জয়ী তৃণমূল ওয়ার্ড ১ নম্বর মিনু বর্মন গোপ - তৃণমূল- 438 ওয়ার্ড ২ নম্বর  শ‍্যামলি পাল - তৃণমূল -882 ওয়ার্ড ৩ নম্বর রাজেশ রায় (রাজু) - তৃণমূল-464 ওয়ার্ড ৪ নম্বর অসীম দেব (মান্দুল) - তৃণমূল-1118 ওয়ার্ড ৫ নম্বর  আলতাফ হোসেন - তৃণমূল-527 ওয়ার্ড ৬ নম্বর জয়ন্তী বর্মন - তৃণমূল - 534 ওয়ার্ড ৭ নম্বর  ভগীরথ মন্ডল - তৃণমূল- 907 ওয়ার্ড ৮ নম্বর রুমা রায় সরকার - তৃণমূল-735 ওয়ার্ড ৯ নম্বর  রতন সরকার - তৃণমূল- 714 ওয়ার্ড ১০ নম্বর  প্রদীপ কুমার মুহুরী - তৃণমূল-1101 ওয়ার্ড ১১ নম্বর  গীতা দত্ত - তৃণমূল-827 ওয়ার্ড ১২ নম্বর  সুভাষ ঘোষ - তৃণমূল- 686 ওয়ার্ড ১৩ নম্বর মনোজ সাহা - তৃণমূল-1131 ওয়ার্ড ১৪ নম্বর লক্ষ্মী মিশ্র (চক্রবর্তী) - তৃণমূল- 1250 ওয়ার্ড ১৫ নম্বর অভিজিৎ রায় (সনাতন) - তৃণমূল-1476 ওয়ার্ড ১৬ নম্বর অচিন্ত রায় (বুম্বা) - তৃণমূল-1155 ওয়ার্ড ১৭ নম্বর  জয়ন্ত অধিকারী - তৃণমূল-824 ওয়ার্ড ১৮ নম্বর তাপস কুমার গুহ (বাপি) - তৃণমূল-942

আলিপুরদুয়ার এক নং ব্লকের শালকুমার মোর পথ অবরোধ পরীক্ষার্থীরা

আলিপুরদুয়ার এক নং ব্লকের শালকুমার মোর পথ অবরোধ পরীক্ষার্থীরা  আলিপুরদুয়ার: ডুয়ার্সের হ‍্যামিলণ্টণগঞ্জ এলাকায় বনধের বিরুদ্ধে সোমবার পথে নামলো তৃণমূল ছাত্র পরিষদ । সোমবার বিজেপির পক্ষ থেকে বনধ ডাকা হয়। আর সোমবার সকাল থেকে কালচিনি ব্লকের হ‍্যামিলণ্টণগঞ্জ , কালচিনি এলাকায় বনধের বিরুদ্ধে পথে নামে তৃণমূল ছাত্রপরিষদ । এদিন তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে হ‍্যামিলণ্টণগঞ্জ ও কালচিনি এলাকায় বনধের বিপক্ষে মিছিলও করা হয় ।

ফালাকাটার সাপটানা নদী ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হয়েছে।

ফালাকাটার লাইফ লাইন সাপটানা নদী ডাম্পিং গ্ৰাউণ্ডে পরিণত হয়েছে।  আলিপুরদুয়ার: একটা সময় যে নদী খাতে কুল কুল করে বয়ে যেত স্বচ্ছ জল,যে নদীতে পাওয়া যেত সুস্বাদু ছোট মাছ ও কাঁকড়া , ফালাকাটার লাইফ লাইন সেই সাপটানা নদী আজ কার্যত পরিণত হয়েছে ফালাকাটার ডাম্পিং গ্রাউন্ডে।বেশ কয়েক বছর ধরে নদী বক্ষে শহরের আবর্জনা ফেলতে ফেলতে বন্ধ হয়ে গেছে নদীর প্রবাহ।আর এই সুযোগে নতুন পুর শহরের বুক থেকে চুরি হয়ে যাচ্ছে এই সাপটানা নদী। নদীর দুই ধার দখল করে একের পর এক গড়ে উঠছে স্থায়ী অস্থায়ী নির্মাণ। প্রশাসনের চোখের সামনে একটি আস্ত নদী চুরি হয়ে যাচ্ছে ,তবু নির্বিকার প্রশাসন।এবারের এই নতুন পুরসভার ভোটের মূল ইস্যু এই সাপটানা নদীর পুনরুজ্জীবন ।কিন্তু এই নদী চুরির ঘটনায় প্রধান বিরোধী দল বিজেপি অভিযোগের আঙ্গুল তুলেছে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে।রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক তথা ফালাকাটার বিধায়ক দীপক বর্মন অভিযোগ করেন যে শাসক দলের মদতেই এই দখলদারির কাজ চলছে। যদিও বিজেপির এই অভিযোগ নস্যাৎ করেছেন ফালাকাটা ব্লক তৃণমূলের সভাপতি সুভাষ রায়। পুরভোটের এই রাজনৈতিক উত্তাপের মধ্যে ফালাকাটার বাসিন্দারা চাইছেন

ফালাকাটায় তৃণমূলের মহা মিছিল

আলিপুরদুয়ারঃ আসন্ন পুরসভা নির্বাচনে আলিপুরদুয়ারের ফালাকাটায় শনিবার এক মহামিছিলের আয়োজন  করে ব্লক যুব তৃণমূল কংগ্রেস।নবগঠটিত ওই পুরসভার আঠারোটি ওয়ার্ডের তৃণমূল প্রার্থীরা এদিনের নির্বাচনি মিছিলে অংশগ্রহণ করেছিলেন।মিছিলের নেতৃত্বে ছিলেন আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশ চিকবড়াইক।এছাড়াও অন্যান্য তৃণমূল নেতারাও মিছিলে পা মেলান।গত বিধানসভা নির্বাচনে শহরের সিংহভাগ ওয়ার্ডে গেরুয়া শিবিরের কাছে পর্যুদস্ত হয়েছিল শাসক দল।তৃণমূলের দাবি এবারের নির্বাচনে শহরের ১৮টি ওয়ার্ডেই জয়ী হবেন শাসক দলের প্রার্থীরা।এছাড়াও তৃণমূলের তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে, বোর্ডের ক্ষমতায় তৃণমূল বসলে, অচিরেই ফালাকাটাকে আলিপুরদুয়ার জেলার দ্বিতীয় মহকুমার স্বীকৃতি দেওয়া হবে।শহরের বেসিক স্কুল ময়দান থেকে শুরু হয়ে ওই মহামিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।