আলিপুরদুয়ারঃ আসন্ন পুরসভা নির্বাচনে আলিপুরদুয়ারের ফালাকাটায় শনিবার এক মহামিছিলের আয়োজন করে ব্লক যুব তৃণমূল কংগ্রেস।নবগঠটিত ওই পুরসভার আঠারোটি ওয়ার্ডের তৃণমূল প্রার্থীরা এদিনের নির্বাচনি মিছিলে অংশগ্রহণ করেছিলেন।মিছিলের নেতৃত্বে ছিলেন আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশ চিকবড়াইক।এছাড়াও অন্যান্য তৃণমূল নেতারাও মিছিলে পা মেলান।গত বিধানসভা নির্বাচনে শহরের সিংহভাগ ওয়ার্ডে গেরুয়া শিবিরের কাছে পর্যুদস্ত হয়েছিল শাসক দল।তৃণমূলের দাবি এবারের নির্বাচনে শহরের ১৮টি ওয়ার্ডেই জয়ী হবেন শাসক দলের প্রার্থীরা।এছাড়াও তৃণমূলের তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে, বোর্ডের ক্ষমতায় তৃণমূল বসলে, অচিরেই ফালাকাটাকে আলিপুরদুয়ার জেলার দ্বিতীয় মহকুমার স্বীকৃতি দেওয়া হবে।শহরের বেসিক স্কুল ময়দান থেকে শুরু হয়ে ওই মহামিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।
0 মন্তব্যসমূহ