সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

alipurduar লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

মুখ্যমন্ত্রীর নির্দেশে ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কুমারগ্রামে মন্ত্রী অরুপ বিশ্বাস

মুখ্যমন্ত্রীর নির্দেশে ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কুমারগ্রামে মন্ত্রী অরুপ বিশ্বাস:- আলিপুরদুয়ার:- আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের ঝড় বিধ্বস্ত উত্তর হলদি বাড়ি গ্রামে ক্ষতিগ্রস্তদের কাছে গেলেন মন্ত্রী অরুপ বিশ্বাস।গত রবিবার আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেশ কিছু বুথে শিলা বৃষ্টিতে ক্ষতি হয়েছে হাজারেরও বেশি বাড়ি ।যারা যেরে বিধ্বস্ত দিনে স্থানীয় বাসিন্দারা আশ্রয় নিয়েছিল উত্তর হলদিবাড়ি বি এফ পি বিদ্যালয় এবং উত্তর হলদিবাড়ি জলদাপাড়া শিশু শিক্ষা কেন্দ্র নামে এলাকার দুটি বিদ্যালয়ে।বর্তমানে তারা বাড়ি ফিরে গেলেও শিলা বৃষ্টিতে বাড়ির টিনের চাল ফুটো হয়ে যাওয়ায় দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তারা। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর নির্দেশে বাসের অযোগ্য বাড়িগুলোতে পরিদর্শনে আসেন মন্ত্রী অরূপ বিশ্বাস।কথা বললেন ক্ষতিগ্রস্তদের সাথে। এদিন পরিদর্শনে এসে মন্ত্রী অরূপ বিশ্বাস জানান এরকম অভিজ্ঞতা আমার ছিল না এভাবে শিলাবৃষ্টিতে ফুটো হয়ে যেতে পারে আমি একটা নতুন অভিজ্ঞতা সঞ্চয় করলাম, দেখলাম এবং আমি ক্ষতিগ্রস্ত প্রত্যেক মানুষের সঙ্গে কথা বলছি তার

বুধবার ভোট প্রচারের জন্য ওই ট্রেনকেই বেছে নিলেন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা।

ট্রেনে চেপে ভোটের প্রচার সারলেন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা:- আলিপুরদুয়ার:- আলিপুরদুয়ার জংশন থেকে শিলিগুড়ি গামী ইন্টারসিটি এক্সপ্রেসে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৭টি বিধানসভার মধ্যে ৬টি বিধানসভার বাসিন্দারাই যাতায়াত করেন।যার কারণে বুধবার ভোট প্রচারের জন্য ওই ট্রেনকেই বেছে নিলেন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। এদিন বীরপাড়ার দলগাঁও স্টেশন থেকে ট্রেনে চেপে নাগরাকাটা পর্যন্ত যান প্রার্থী মনোজ টিজ্ঞা।ট্রেনের প্রতিটি বগির যাত্রীদের সঙ্গে দেখা করে ভোট প্রচার সারেন তিনি।নাগরাকাটা স্টেশনে পৌঁছে ‘চায়ে পে চর্চা’ কর্মসূচিতে যোগ দেন মনোজ। তাঁর সঙ্গে ছিলেন অন্য বিজেপি কর্মীরা। প্রচারের জন্য ট্রেন যাত্রা কেন? মনোজ টিজ্ঞা জানান, লোকসভা নির্বাচনী প্রচারে প্রতিটি মানুষের কাছে পৌঁছানো সম্ভব নয়। আলিপুরদুয়ার জংশন থেকে শিলিগুড়ি পর্যন্ত ইন্টারসিটি ট্রেনে তাঁর নির্বাচনি ৭টি বিধানসভার মধ্যে ৬টি বিধানসভা কেন্দ্রের বাসিন্দারাই যাতায়াত করেন। ছাত্র, যুব, মহিলা, ব্যবসায়ী, চা শ্রমিক প্রত্যেকে তাতে থাকেন।আলিপুরদুয়ার, ফালাকাটা, কুমারগ্রাম,

কোচ রেস্টুরেন্টের উদ্বোধনের পর এবার রাস্ট্রের প্রতি উৎসর্গীকরণ করলেন প্রধানমন্ত্রী।

কোচ রেস্টুরেন্টের উদ্বোধনের পর এবার রাস্ট্রের প্রতি উৎসর্গীকরণ করলেন প্রধানমন্ত্রী।  রাজাভাত খাওয়া স্টেশন সংলগ্ন কোচ রেস্তোরাঁর :- আলিপুরদুয়ার:-  আলিপুরদুয়ারের পর্যটন স্থল রাজা ভাতখাওয়া স্টেশন সংলগ্ন অত্যাধুনিক কোচ রেস্তোরার উৎসর্গীকরন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার  ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কোচ রেস্তোরার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আলিপুরদুয়ারের পর্যটন স্থল রাজাভাতখাওয়া।এই রাজাভাতখাওয়া রেওলয়ে ষ্টেশনে প্রচুর পর্যটক এসে থাকেন।আলিপুরদুয়ারের জেলার পর্যটন স্থল রাজাভাতখাওয়া, জয়ন্তী, বক্সাকে কেন্দ্র করেই হাজার হাজার পর্যটকরা আসেন। পর্যটকদের কথা চিন্তা করেই রেলের পক্ষ থেকে পর্যটকদের আকর্ষনীয় করতে রেলের পক্ষ থেকে রাজা ভাতখাওয়া রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় এই কোচ রেস্তোরা করা হয়।রাজাভাতখাওয়া ষ্টেশনের সামনে বিরাট এলাকা জুড়েই এই রেলকোচ রেস্তোরা করা হয়। জানাযায় ২০২৩ সালের ৯ই নভেম্বর রাজা ভাতখাওয়া রেলওয়ে স্টেশন সংলগ্ন এই ফ্লেভার অফ ডুয়ার্স কোচ রেস্তোরা নামে এই রেস্তোরাঁটির উদ্বোধন করেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার জংশন বিভাগের বিভাগীয় প্রবন্ধক অমর জিৎ গৌতম, স

বক্সায় জঙ্গলে ফের ছাড়া হল চিতল হরিণ

বক্সায় জঙ্গলে ফের ছাড়া হল চিতল হরিণ   আলিপুরদুয়ার :-ফের বক্সার জঙ্গলে হরিণ ছাড়া হল। বাঘেদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পূর্ণাঙ্গ ভাবে গড়ে তোলা হচ্ছে বক্সার জঙ্গল কে।আলিপুরদুয়ার জেলার বক্সা টাইগার রিজার্ভে বাঘেদের জন্য ফের আবার জঙ্গলের গভীরে ছাড়া হল চিতল হরিণ। একটা সময়,বক্সায় বাঘ নেই বলে দাবি উঠেছিল ।এর পর বিভিন্ন সময়ে বক্সা বাঘ বনে  বাঘের উপস্থিতি ছবি ও তথ্যর মধ্যে দিয়ে তুলে ধরেছে বন দফতর। এমন কি অসম থেকে বাঘ এনে ছাড়ার কথাও চলছিল এখানে। তাই বাঘেদের খাদ্য ভান্ডার তৈরী করতে ইতিমধ্যেই বেশ কয়েক দফায় কয়েকশো চিতল হরিণ ছাড়া হয়েছে এই বাঘ বনে। শনিবার রাতে বন আধিকারিক এবং পশু চিকিৎসকদের  উপস্থিতিতে মোট ৯০ টি চিতল হরিণ বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।জানা গেছে এই চিতল হরিণগুলিকে বর্ধমান জেলার অন্তর্গত রামনাবাগান বন্যপ্রাণী অভয়ারণ্য থেকে বক্সায় নিয়ে আসা হয়েছে। গত মাস থেকে এখন পর্যন্ত দফায় দফায় কয়েকশো হরিণ বক্সার জঙ্গলে  ছাড়া হল।জঙ্গলের বাঘেদের থাকার অনুকুল পরিবেশ গড়ে তুলতে বদ্ধ পরিকর বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের বনকর্তা ও কর্মীরা।ফের বনে ছাড়া হল স্পটেড ডিয়ার। বন কর্তা এবং পশু চিকি

পাঁচ কোটি টাকায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প চালু করে কথা রাখল পুরসভা

পাঁচ কোটি টাকায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প চালু করে কথা রাখল পুরসভা :- আলিপুরদুয়ার:- কথা দিয়ে কথা রাখল তৃণমূল পরিচালিত আলিপুরদুয়ার পুরসভা। পুর ভোটে শহর কে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে শহরবাসী কে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প চালু করার কথা দিয়েছিলেন তৃণমূল নেতৃত্ব। রবিবার শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে শেষ পর্যন্ত চালু হলো আলিপুরদুয়ারের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প।রীতিমতো ঘটা করে শহরের বাইরে মাঝের ডাবরি এলাকায় চালু হলো এই প্রকল্প। এই প্রকল্প উদ্ভধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর, রাজ্যসভার সাংসদ তথা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশ চিক বড়াইক, এস.জে.ডি.এ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী, বিধায়ক সুমন কাঞ্জিলাল সহ একঝাঁক কাউন্সিলর। দীর্ঘদিন ধরে শহরবাসীর এই দাবি ছিল। ২০২১ সাল থেকে সেই দাবি জোরদার হয় । শেষ পর্যন্ত ২০২১ সালের পৌরসভা নির্বাচনে এক ভাবে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস।রাজনৈতিক বিশ্লেষকদের মতে,লোকসভা নির্বাচনের পূর্বে এই প্রকল্প চালু হওয়ায় শহরের অনেকাংশেই মাটি শক্ত হলো রাজ্যের শাসক দলের।

ভয়াবহ পথ দুর্ঘটনা

ভয়াবহ পথ দুর্ঘটনা:- আলিপুরদুয়ার:- এশিয়ান হাইওয়েতে ফের ভয়াবহ পথ দুর্ঘটনার ঘটনা ঘটলো। এই ঘটনায় আহত হয়েছেন ১০ জন। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের হাসিমারা ১০ নম্বর এলাকার এশিয়ান হাইওয়েতে। বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ জয়গাঁও থেকে ফালাকাটা গামি এক সাফারি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর উল্টে যায়। এই ঘটনায় গাড়িতে থাকা প্রায় ১০ জন যাত্রী আহত হন। স্থানীয়রা ও হাসিমারা পুলিশ আহতদের উদ্ধার করে হাসিমারা বায়ুসেনা হাসপাতাল ও কালচিনির উত্তর লতাবাড়ি গ্রামীন হাসপাতাল নিয়ে যায় । বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাদেরকে আলিপুরদুয়ার জেলা হাসপাতাল রেফার করা হয়েছে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।