আলিপুরদুয়ারের বাবুরহাটের কাছে নির্মীয়মাণ মহাসড়কে নিয়ন্ত্রন হাড়িয়ে উল্টে গেলোবেসরকারি যাত্রীবাহী বাস

আলিপুরদুয়ারের বাবুরহাটের কাছে নির্মীয়মাণ মহাসড়কে নিয়ন্ত্রন হাড়িয়ে উল্টে গেলো শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ারগামী একটি বেসরকারি যাত্রীবাহী বাস। তাতে জখম কমপক্ষে ১৫ জন। প্রত্যেককে উদ্ধারের পর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। চালক পলাতক।
স্থানিয়রা জানান, বুধবার বিকেল ৪ টা নাগাদ শিলিগুড়ি থেকে শামুকতলা গামি একটি বাসের সাথে বাবুর হাট এলেকার সোনাপুর কলোনি মোড়ের কাছে একটি বাইকের মুখমুখি সংঘর্ষ হয়। ঘটনায় গুরুতর জখম হয় ওই বাইক আরোহী। স্থানীয়রা বাসটিকে দার করাতে গেলে। বাসের চালোক দ্রুত গতিতে বাসটিকে চালিয়ে সেখান থেকে পালিয়ে যেতে চেষ্টা করে। তখনই নিয়ন্ত্রন হাড়িয়ে বাসটি পালটি খেয়ে নির্মিয়মান মহাসড়ক থেকে নিচে পরে যায়। ঘটনায় জখম হন ১৫ জন যাত্রী। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে সোনাপুড় আউট পোস্টের পুলিশ। স্থানীওদের সহযোগিতায় আহত যাত্রীদের উদ্ধার করে যাত্রীদের প্রথমে পাচকেল গুড়ি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে তাদের মধ্যে ১০ জনকে গুরুতর আহত অবস্থায় ১০ জনকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। বাইক আরোহী গৌরাঙ্গ রায়ের চিকিৎসা চলছে কোচবিহার মেডিকেল কলেজে। 
আহত যাত্রী, দে জানান, “বাসের চালক ইচ্ছাকৃত ভাবে এমনটি ঘটিয়েছে। আমি শিলিগুড়ি থেকে রায়ডাক যাচ্ছিলাম। আচমকাই বিকট শব্দ পেলাম। তার পরে বাসটি আরও দ্রুত গতিতে ছুটতে শুরু করলে এমন বিপত্তি ঘটে। 
বাসটিকে আটক করেছে সোনপুড় আউট পোস্টের পুলিশ। ঘটনায় বাসের চালক এখনোও পলাতক।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ