এলাকা থেকে বিবেকানন্দ ২ নং গ্রাম পঞ্চায়েত সদস্য সম্পা দাসের ছেলে শংকর দাস কে গ্রেপ্তার করে শামুকতলা থানার পুলিশ। তারই অপর এক সাগরেধ শুভঙ্কর পালকেও গ্রেফতার করা হয় ওই জংশন এলাকা থেকেই। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি ইম্প্রোভাইসড অটোমেটিক পিস্তল এবং তিন রাউন্ড বুলেট।
পুলিশ সুত্রের খবর, সোমবার রাত ১১.৩০ নাগাদ, ৩১ নং জাতীয় সড়কের পাশে এক পেট্রোল পাম্মে শঙ্কর, শুভঙ্কর সহ তাদের অপর এক সঙ্গী একটি বাইকে করে এসে, তেল ভরানোর নামে ছিন্তাই করতে আসে। সেই সময়েই পাম্পের কিয়ক্সে কর্মরত অজয় মন্ডলকে খুব কাছের থেকে মাথায় গুলি করে চম্পট দেয় এই তিন জন। বর্তমানে শিলিগুড়ির এক নার্সিংহোম চিকিৎসা চলছে অজয় মন্ডলের।
0 মন্তব্যসমূহ