আলিপুরদুয়ার জেলায় মাদক পাচারের পর এবার গুলি কাণ্ডে জড়ালো শাসকদলের নাম।


আলিপুরদুয়ার জেলায় মাদক পাচারের পর এবার গুলি কাণ্ডে জড়ালো শাসকদলের নাম। সোমবার ৩১ নং জাতীয় সড়কে চালতা তলার কাছে ঘটে যাওয়া পেট্রোল পাম্পে গুলি কাণ্ডে গ্রেপ্তার আলিপুরদুয়ার বিবেকানন্দ দুই নং গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য ছেলে সহ আরো এক। শুক্রবার গভীর রাতে আলিপুরদুয়ার জংশন 

এলাকা থেকে বিবেকানন্দ ২ নং গ্রাম পঞ্চায়েত সদস্য সম্পা দাসের ছেলে শংকর দাস কে গ্রেপ্তার করে শামুকতলা থানার পুলিশ। তারই অপর এক সাগরেধ শুভঙ্কর পালকেও গ্রেফতার করা হয় ওই জংশন এলাকা থেকেই। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি ইম্প্রোভাইসড অটোমেটিক পিস্তল এবং তিন রাউন্ড বুলেট।
পুলিশ সুত্রের খবর, সোমবার রাত ১১.৩০ নাগাদ, ৩১ নং জাতীয় সড়কের পাশে এক পেট্রোল পাম্মে শঙ্কর, শুভঙ্কর সহ তাদের অপর এক সঙ্গী একটি বাইকে করে এসে, তেল ভরানোর নামে ছিন্তাই করতে আসে। সেই সময়েই পাম্পের কিয়ক্সে কর্মরত অজয় মন্ডলকে খুব কাছের থেকে মাথায় গুলি করে চম্পট দেয় এই তিন জন। বর্তমানে শিলিগুড়ির এক নার্সিংহোম চিকিৎসা চলছে অজয় মন্ডলের।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ