পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা অধিকার দপ্তরের উদ্যোগে আগামী ৯ই ডিসেম্বর থেকে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে শুরু হতে চলেছে আলিপুরদুয়ার জেলা বইমেলা যা চলবে ১৫ই ডিসেম্বর পর্যন্ত।শুক্রবার সেই মাঠ পরিদর্শন করলেন আলিপুরদুয়ার জেলা বইমেলা কমিটির সদস্যরা। আগামী ৯ ডিসেম্বর শোভাযাত্রা করে এই বইমেলার উদ্বোধন করা হবে। উপস্থিত থাকবেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বাড়াইক, জেলাশাসক আর বিমলা সহ অন্যান্যরা। এই বইমেলায় ৭০ থেকে ৭৫টি স্টল থাকবে বলে জানালেন যুগ্ম সম্পাদক ভাস্কর মজুমদার।
আসুন শুনেনি আলিপুরদুয়ার জেলা বইমেলা কমিটির যুগ্ম সম্পাদক কি বলছেন।
0 মন্তব্যসমূহ