ফালাকাটার সাপটানা নদী ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হয়েছে।



ফালাকাটার লাইফ লাইন সাপটানা নদী ডাম্পিং গ্ৰাউণ্ডে পরিণত হয়েছে।


 আলিপুরদুয়ার: একটা সময় যে নদী খাতে কুল কুল করে বয়ে যেত স্বচ্ছ জল,যে নদীতে পাওয়া যেত সুস্বাদু ছোট মাছ ও কাঁকড়া , ফালাকাটার লাইফ লাইন সেই সাপটানা নদী আজ কার্যত পরিণত হয়েছে ফালাকাটার ডাম্পিং গ্রাউন্ডে।বেশ কয়েক বছর ধরে নদী বক্ষে শহরের আবর্জনা ফেলতে ফেলতে বন্ধ হয়ে গেছে নদীর প্রবাহ।আর এই সুযোগে নতুন পুর শহরের বুক থেকে চুরি হয়ে যাচ্ছে এই সাপটানা নদী। নদীর দুই ধার দখল করে একের পর এক গড়ে উঠছে স্থায়ী অস্থায়ী নির্মাণ। প্রশাসনের চোখের সামনে একটি আস্ত নদী চুরি হয়ে যাচ্ছে ,তবু নির্বিকার প্রশাসন।এবারের এই নতুন পুরসভার ভোটের মূল ইস্যু এই সাপটানা নদীর পুনরুজ্জীবন ।কিন্তু এই নদী চুরির ঘটনায় প্রধান বিরোধী দল বিজেপি অভিযোগের আঙ্গুল তুলেছে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে।রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক তথা ফালাকাটার বিধায়ক দীপক বর্মন অভিযোগ করেন যে শাসক দলের মদতেই এই দখলদারির কাজ চলছে। যদিও বিজেপির এই অভিযোগ নস্যাৎ করেছেন ফালাকাটা ব্লক তৃণমূলের সভাপতি সুভাষ রায়। পুরভোটের এই রাজনৈতিক উত্তাপের মধ্যে ফালাকাটার বাসিন্দারা চাইছেন সাপটানা নদীর পুনরুজ্জীবন।তারা চাইছেন আবারও নদী খাতে বয়ে চলুক স্বচ্ছ কাঁচের মত জল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ