আলিপুরদুয়ার এক নং ব্লকের শালকুমার মোর পথ অবরোধ পরীক্ষার্থীরা

 আলিপুরদুয়ার: ডুয়ার্সের হ‍্যামিলণ্টণগঞ্জ এলাকায় বনধের বিরুদ্ধে সোমবার পথে নামলো তৃণমূল ছাত্র পরিষদ । সোমবার বিজেপির পক্ষ থেকে বনধ ডাকা হয়। আর সোমবার সকাল থেকে কালচিনি ব্লকের হ‍্যামিলণ্টণগঞ্জ , কালচিনি এলাকায় বনধের বিরুদ্ধে পথে নামে তৃণমূল ছাত্রপরিষদ । এদিন তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে হ‍্যামিলণ্টণগঞ্জ ও কালচিনি এলাকায় বনধের বিপক্ষে মিছিলও করা হয় ।