করোনা আবহে দীর্ঘ ২ বছর পর স্কুল খুলে যাওয়ায় খুশির হাওয়া কচি কাঁচাদের মধ্যে


করোনা আবহে দীর্ঘ ২ বছর পর স্কুল খুলে যাওয়ায় খুশির হাওয়া কচি কাঁচাদের মধ্যে।
মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে বুধবার থেকে খুলে গেল সব ক্লাসের দরজা।
রেলওয়ে হাই সেকেন্ডারী স্কুলের কয়েকজন ছাত্রী জানাল স্কুলে আসতে পেরে তারা প্রচন্ড খুশি।বন্ধুদের সাথে দেখা হবে এবং একসাথে ক্লাস করতে পারবে। এবার তারা আরো মন দিয়ে পড়াশোনা করবে।

স্কুলের প্রধান শিক্ষক রাজ কমল মহাশয় জানালেন সরকারি নির্দেশিকা মেনে সব ক্লাসের পঠন পাঠন শুরু হল। কোভিড প্রটোকল মেনে ক্লাস চলবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ