মদ্যপ স্বামীর বাটামের আঘাতে মৃত্যু হল স্ত্রীর।




মদ্যপ স্বামীর বাটামের আঘাতে মৃত্যু হল স্ত্রীর।



মদ্যপ অবস্থায় স্ত্রীকে বাটাম দিয়ে হত্যা করল স্বামী। বৃহস্পতিবার রাতে এমনই ঘটনা ঘটেছে আলিপুরদুয়ারের ফালাকাটা থানার ছোটশালকুমার গ্রাম পঞ্চায়েতের শিবনাথপুরের ঠুমাপাড়া এলাকায়। জানা গেছে বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই বাড়িতে মদ্যপানের আসর বসিয়েছিল স্থানীয় বাসিন্দা শুক্রা ওরাও। মদ্যপ অবস্থায় শুক্রা ঘড়ে ঢুকলে তার স্ত্রীর সাথে বচসা শুরু হয়। এরপরই বচসা চলাকালীন শুক্রা তার স্ত্রী রাজকুমারী ওঁরাওকে বাটাম দিয়ে মাথায় আঘাত করে রাত ৯ টা নাগাদ। এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে এসে মহিলাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পথেই তার মৃত্যু হয়। জানা যায় অভিযুক্ত স্বামী শুক্রা ওঁরাও কে গ্রেপ্তার করেছে ফালাকাটা থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ