চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হল এক সদ্যজাত বাচ্চার।


চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হল এক সদ্যজাত বাচ্চার।

হিটারে পুড়ে শিশু মৃত্যুর অভিযোগ উঠল জলপাইগুড়ির একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে।
 নার্সিংহোমের গাফিলতিতেই শিশু মৃত্যু হয়েছে বলে অভিযোগ। গত বুধবার ময়নাগুড়ি চুড়া ভান্ডারের বাসিন্দা সুজিত মন্ডল তার গর্ভবতী স্ত্রীকে জলপাইগুড়ির একটি নার্সিং হোমে ভর্তি করেন। ওই দিন তাদের পুত্র সন্তানের জন্ম হয়। অভিযোগ জন্মের পর হিটারে রাখা ছিল শিশু। আর সেখানেই পুড়ে শিশুর মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত চেয়ে নার্সিংহোম কর্তৃপক্ষ ও চিকিৎসকের বিরুদ্ধে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও এ বিষয়ে মুখ খোলেনি নার্সিংহোম কর্তৃপক্ষ। তবে নার্সিংহোমে ম্যানেজার দেবপ্রিয়া দত্ত জানিয়েছেন, ময়না তদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ