বক্সার জঙ্গলে দেখা গেল একদল বুনো কুকুর


ফের বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ঢোলের দেখা: জীববৈচিত্র্যের এক আনন্দঘন প্রমাণ:-

আলিপুরদুয়ার:-

ফের বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে দেখা মিলল একদল বুনো কুকুর,যাদের ঢোল বলা হয়।বনবিভাগের সৌজন্যে প্রমাণ করে যে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে জীববৈচিত্র্য ধীরে ধীরে তার পুরোনো সমৃদ্ধি ফিরে পাচ্ছে।

রবিবার, আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংঘ (IUCN) লাল তালিকাভুক্ত এই ঢোলের ছবি প্রকাশ করেছে বক্সা ব্যাঘ্র প্রকল্প কর্তৃপক্ষ। ছবিতে স্পষ্টভাবে বেশ কয়েকটি বুনো কুকুরকে দেখা যাচ্ছে। এই ঘটনায় আনন্দিত পরিবেশপ্রেমীরা।

বক্সা ব্যাঘ্র প্রকল্পের পশ্চিম উপ ক্ষেত্রীয় অধিকর্তা প্রভিন কাসওয়ান জানান এর আগেও এই ঢোলের ছবি তোলা গিয়েছিল, কিন্তু এবার একাধিক ঢোলের দেখা পাওয়া তাদের সংখ্যা বৃদ্ধির প্রমাণ। তিনি জানান,এই বছরের জানুয়ারি মাসে জঙ্গলের কোর এলাকায় ট্র্যাপ ক্যামেরায় এই ঢোলগুলো ধরা পড়েছে।

উল্লেখ্য, দেশের হাতেগোনা কয়েকটি বনাঞ্চলের মধ্যে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল অন্যতম যেখানে ঢোল দেখা যায়। ঢোলের উপস্থিতি জঙ্গলের জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আশা করা যায়, ভবিষ্যতে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ঢোলের সংখ্যা আরও বৃদ্ধি পাবে এবং জঙ্গলটি জীববৈচিত্র্যের এক অনন্য কেন্দ্র হিসেবে পরিণত হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ