দূর্গম বক্সা পাহাড়ে চালু হল ৩ সজ্জা বিশিষ্ট বক্সা ডুয়ার্স কমিউনিটি হেলথ ইউনিট



আলিপুরদুয়ার জেলার দূর্গম পার্বত্য এলাকায় শনিবার উদ্বোধন হল একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের। 
য়ার নাম দেওয়া হয়েছে বক্সা ডুয়ার্স কমিউনিটি হেলথ ইউনিট। 
সমুদ্রপৃষ্ট থেকে ২৬০০ মিটার উচ্চতায় এই স্বাস্থ্যকেন্দ্র তৈরি হল জেলা স্বাস্থ্যদফতরের উদ্যোগে। এদিন এই স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করেন আলিপুরদুয়ার জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা। 

 এই দূর্গম এলাকায় ১৩ টি গ্রাম থাকলেও এতদিন ছিল না কোন স্বাস্থ্যকেন্দ্রের। ফলে এই গ্রামগুলির কয়েকশ মানুষকে দূর্গম পাহাড়ি পথ বেয়ে চিকিৎসার জন্য আসতে হয় নিকটবর্তী সান্তালাবাড়ি গ্রামীন স্বাস্থ্যকেন্দ্রে। গর্ভবতী মায়েদের ও অসুস্থ গ্রামবাসীদের কাঁধে ঝুলিয়ে বক্সা পাহাড় থেকে সান্তালাবাড়িতে আসার চিত্র ছিল নিত্যদিনের। এই এলাকার মানুষজনের কথা চিন্তা করেই আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্যদফতরের উদ্যোগে সমুদ্রপৃষ্ট থেকে ২৬০০ মিটার উচ্চতায় চালু করলেন ৩ সজ্জা বিশিষ্ট বক্সা ডুয়ার্স কমিউনিটি হেল্থ ইউনিটের। 

আলিপুরদুয়ার জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা জানান, বর্তমানে এই হেল্থ ইউনিটে আপাততঃ একজন প্রশিক্ষণ প্রাপ্ত আশাকর্মী থাকবে এছাড়া সপ্তাহে একদিন, একজন চিকিৎসক এসে আউটডোর পরিষেবা দেওয়ার কথাবার্তা চলছে। এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামোগত উন্নয়নের জন্য আরও অতিরিক্ত ১৬ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে, যাতে চিকিৎসা ব্যবস্থার আরও মানন্নয়ণ করা সম্ভব হয়। এদিনের অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালচিনি বিডিও প্রশান্ত বর্মণ, কালচিনি ব্লক স্ব‍্যাস্থ আধিকারিক ডাঃ সুভাষ কুমার কর্মকার, আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি প্রকাশ চিক বাড়াইক ও অন্যানরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ