বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির আলিপুরদুয়ার দেবদূত ভবনে






















যুব তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করে আলিপুরদুয়ার দেবদূত ভবনে।

অর্থের কথা চিন্তা করে অনেক মানুষই বিনা চিকিৎসায় নিজেদের চক্ষু হারায়। তাই মানুষের কথা ভেবেই অভিনব উদ্যোগ নিল আলিপুরদুয়ার জেলা যুব তৃনমূল কংগ্রেসের। মঙ্গলবার ১২ নং ওয়ার্ড যুব তৃনমূল যুব কংগ্রেসের সভাপতি শ্রী বিপ্লব দেবনাথ এর উদ্যোগে শহরের দেবদ্রুত ভবনে আয়োজিত হল বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির । এদিনে শিবিরে বহু মানুষ তাদের চক্ষু পরীক্ষা করানোর পাশাপাশি ব্লাড সুগার পরীক্ষা করিয়ে উপকৃত হয়েছেন বলে জানা যায়। শুধুমাত্র ১৫০ টাকার বিনিয়ে চশমা প্রদান করা হয় ও তাছাড়া সমস্তকিছুই বিনামূল্যে চলে।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন  আলিপুরদুয়ার টাউন ব্লক তৃনমূল কংগ্রেস কমিটির সভাপতি শ্রী দীপ্ত চ্যাটার্জী, পুরসভার প্রশাসক বাবলু কর, উপ-প্রশাসক রূমা চ্যাটার্জী ও রানা চক্রবর্তী, জেলার অন্যতম সাধারন সম্পাদক সঞ্জিত ধর ও অনুপ চক্রবর্তী, যুব তৃনমূলের জেলা সভাপতি রাজকমল ভগত, পশ্চিমবঙ্গ তৃনমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি কৌশিক সরকার ও রাজ্য সম্পাদিকা মৌমিতা অধিকারী, আলিপুরদুয়ার টাউন ব্লক তৃনমূল যুব সভাপতি দিবাকর দাস, রাজাভাতখাওয়া অঞ্চলের প্রাক্তন সভাপতি অ্যালবার্ট সাংমা সহ আরও অনেকে।

উক্ত শিবিরে ২০০ এর অধিক মানুষ পরিষেবা পেয়েছেন বলে জানা যায় । যাদের ছানি অপারেশনের প্রয়োজন তাদের পরবর্তী সময়ে বিনামূল্যে অপারেশন করানো হবে।







একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ