Science expedition Program in Alipurduar Junction

Alipurduar 08th November: আলিপুরদুয়ার জংশন ওয়েলফেয়ার ও ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী যৌথ উদ্যোগে আলিপুরদুয়ার জংশন রেল বাজারে অনুষ্ঠিত হলো কুসংস্কারের বিরুদ্ধে বিজ্ঞান অভিযান। ভারতীয় বিজ্ঞানযুক্তিবাদী সংগঠনের তরফ থেকে জানান বর্তমান যুগে বিজ্ঞানের উন্নতি হলেও এখনো অনেক সাধারন মানুষ যুক্তিপূর্ণ বিচারবোধ ও বিজ্ঞানভিত্তিক চিন্তা ধারা থেকে অনেেক পিছিয়ে়ে আছেন।

বিজ্ঞানের যুগে আছেন,বিজ্ঞানীর তৈরি জিনিস ব্যবহার করছেন,তারপরও মানুষ কোনো না কোনো কারণে কুসংস্কারের বেড়াজাল দিয়ে নিজেকে ঘিরে ফেলেন।যার কারণ হলো বিজ্ঞানভিত্তিক সঠিক চিন্তাাভাবনার অভাব। আর এর সুযোগ নিয়ে নিজেদের স্বার্থসিদ্ধিি করেন কিছু লোকেরা। তাদের মধ্যে এমনভাবেে আতঙ্কের বীজ বপন করা হয় সেটা প্রতি চরম বিশ্বাসীী হয়ে ওঠে।


অর্থাৎ তারা মূলত বলতে চেয়েছেন যাদু টোনা , ওঝা, বান মারা, ইত্যাদির কথা। এই অভিযান শুরুু হয়েছে 4 ই নভেম্বর,দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ পর্যন্ত 14 ই নভেম্বর পর্যন্তত চলবে। এই অভিযানের মূল লক্ষ্য হলো কুসংস্কার থেকে মানুষকে দূরেে রাখা আর বিজ্ঞানভিত্তিক চিন্তাভাবনা মানুষের মধ্যে ছড়িয়েে দেওয়া।

এই ছবিতে দেখানো হয়েছে কিভাবে মানুষ আগুন নিজের শরীর ও জিবহাতে লাগাতে পারে।

এই ছবিতে দেখতে পারছেন একটি মানুষের গলায় ছুরি ঢুকিয়ে দেওয়া পরেও লোকটাকে আবার আগের অবস্থায় কিভাবে ফিরিয়ে আনা যায়।এটাকি সম্ভব।



এটা সম্ভব। লোকটিকে যদি সত্যিকারের ছুরি দিয়েে মারা তাহলে লোকটি আর বেঁচে থাকতে পারত না কিন্তুতু এখানে এক ধরনের নকল ছুরি ব্যবহার করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ