সোশ্যাল ক্লাব অব আলিপুরদুয়ার স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনে প্রায় 100 এর উপর ছাত্র-ছাত্রী নিয়ে আলিপুরদুয়ার হাইস্কুলে আয়োজিত হল মেগা আর্ট কম্পেটিশন-2021 ও কুইজ প্রতিযোগিতা। উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার পুরসভার প্রাক্তন চেয়ারম্যান দীপ্ত চ্যাটার্জী, অধ্যাপক জ্যোতি বিকাশ নাথ,চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ, পবন পুরোহিত, সন্দীপ ভার্মা সহ বিশিষ্ট ব্যক্তিরা। অংশগ্রহণকারী সকল প্রতিযোগীদের শংসাপত্র এবং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদেরকে স্মারক উপহার হিসেবে দেওয়া হয়েছে। অঙ্কন প্রতিযোগিতা সমাপ্ত হবার পর শুরু হয় কুইজ প্রতিযোগিতা। সেখানেও পুরস্কারের ব্যবস্থা করা হয়েছিল। সম্পাদক বিপ্লব দেবনাথ জানান আগামী দিনেও সংস্থার পক্ষ থেকে এমন পরিবেশ বান্ধব এবং সামাজিক বিভিন্ন কর্মকান্ড নেওয়া হবে।
0 মন্তব্যসমূহ