ড্রাগ কান্ডে দলমোড় বাঁশবাড়ি লাইনের কাঞ্ছা মঙ্গর নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে বীরপাড়া পুলিশ এক নজীর তৈরি করল।
বীরপাড়া থানার ওসি প্রেম কুমার থামি জানালেন গোপন সূত্রে খবর পেয়ে বুধবার সকাল সাড়ে ৬ টা নাগাদ বীরপাড়া থানার অফিসার মিঠুন মোদকের নেতৃত্বে বীরপাড়া পুলিশের একটি দল দলমোড় চা বাগানের বাঁশবাড়ি লাইনের কাঞ্ছা মঙ্গরের বাড়িতে হানা দিয়ে ৩৬০০ টি Pyeevon spus plus ট্যাবলেট এবং ৫২৮ টি Nitrosun 10 ট্যাবলেট উদ্ধার করে।
ওসি প্রেম কুমার থামি জানান এর আগেও বীরপাড়া পুলিশের নেতৃত্বে প্রচুর নেশার ট্যাবলেট, কাশির ওষুধ উদ্ধার করা হয়।
তিনি বলেন বীরপাড়া থানা এলাকা নেশা এবং ড্রাগ মুক্ত বানান চ্যালেঞ্জ নিয়েছেন তিনি।
ধৃতের বিরুদ্ধে ড্রাগ এবং কসমেটিক আইনে মামলা রুজু করে আদালতে পাঠান হয়েছে বলে ওসি প্রেম কুমার থামি জানালেন।
0 মন্তব্যসমূহ