Domestic violence act এর under মহিলাদের মত, পুরুষদেরও দিতে হবে সমান অধিকার


বৃহস্পতিবার  আলিপুরদুয়ার জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যায় ডিস্ট্রিক্ট সোশ্যাল অফিসার ও ডিস্ট্রিক্ট প্রটেকশন অফিসারকে সুরক্ষা আইনে পুরুষদের অন্তর্ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান করলেন পুরুষ কল্যাণ পাবলিক চ্যারিটেবল ট্রাস্টের জেলা সংগঠনের সদস্যরা। 

তাদের মতে মেয়েদের সুরক্ষা কথা মাথায় রেখে 2005 সালে যে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট  পাশ হয়েছিল তা বর্তমানে অনেক মহিলার  কাছে  স্বার্থসিদ্ধির অস্ত্র হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন কোন না কোন কারনে গৃহস্থ্যর হিংসার শিকার হচ্ছেন পুরুষেরা। যার সংখ্যা সমানে বেড়েই চলছে। আইন থাকা ভালো। তবে একজনের জন্য কেন। যেভাবে মহিলাদের সুরক্ষার জন্য আইনি ব্যবস্থা আছে। তেমনি পুরুষদের সুরক্ষাকে আইনি সম্মতি দিতে হবে।
মূলত ভারতীয় সংবিধানে গৃহস্ত সুরক্ষা আইনে পুরুষের অন্তর্ভুক্তির দাবিতেশুরুদাবিতে এদিন স্মারকলিপি প্রদান করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ