তক্ষক সহ এক ব্যক্তি কে গ্রেফতার করল আলিপুরদুয়ার পুলিশ


তক্ষক সহ আলিপুরদুয়ার শহর থেকে ধৃত এক । বন্যপ্রাণ পাচার আইনে ধৃতকে  আলিপুরদুয়ার আদালতে পেশ করে পুলিশ রিমান্ডের আবেদন আলিপুরদুয়ার থানা পুলিশের।   

 গোপন সূত্রে খবর পেয়ে আলিপুরদুয়ার পৌরসভা এলাকার ১৮ নং ওয়ার্ড মায়াটকিজ সংলগ্ন এলাকার এক বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। সেখানে বন্দি অবস্থায় লুকিয়ে রাখা একটি তক্ষক উদ্ধার করে আলিপুরদুয়ার থানা পুলিশ।গ্রেফতার করা হয়েছে আবিরলাল দত্ত নামে এক অভিযুক্তকে।  অভিযুক্তের বিরুদ্ধে বন্যপ্রান পাচারের অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ। চক্রের অন্যান্য পান্ডাদের খুঁজতে ধৃতকে আদালতে পেশ করে  পুলিশ রিমান্ডের আবেদন জানানো হচ্ছে বলে জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার অম্লান ঘোষ। পাশাপাশি তক্ষকটি  বনদপ্তরের হাতে তুলে দেওয়া হচ্ছে বলে জানান তিনি। 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ