আলিপুরদুয়ার এ পালন হলো পুলিশ দিবস


জেলায় পালিত হলো পুলিশ দিবস:

মুখ্যমন্ত্রীর ঘোষনানুযায়ী ১লা সেপ্টেম্বর পুলিশ দিবস ঘোষণা করা হয়েছিল। সেই মোতাবেক আজ বুধবার আলিপুরদুয়ার জেলা  পুলিশ সুপার ভবনে পালিত হল পুলিশ দিবস । সমস্ত রকম কোভিড বিধি মেনেই এদিন জেলা পুলিশ সুপার ভবনের সম্মুখে পুলিশ দিবস পালন করা হল।   উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের জেলাশাসক সুরেন্দ্র কুমার মীনা, জেলার পুলিশ সুপার ডাঃ ভোলানাথ পান্ডে সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ