মাছ ধরতে গিয়ে এক জেলের জালে ধরা পড়ল একটি পাইথন


বীরপাড়াঃ   মাছ ধরতে গিয়ে এক জেলের জালে ধরা পড়ল একটি পাইথন। খবর পেয়ে বনদপ্তর এর স্কোয়াডের কর্মীরা,

আটকানো পাইথনটি কে উদ্ধার  করে নিয়ে যান।বীরপাড়া স্কোয়াডের বিট অফিসার প্রিতম রায় জানান আজ সকালে তারা খবর পান ,মুজনাই নদীর কাছে ক্ষীরের কোট এলাকার এক ধান ক্ষেতের পাশে লাগান মাছ ধরার জালে আটকে পড়েছে এক টি  ৬ ফুটের পাইথন সাঁপ। তাদের মতে  এই পাইথন সাপ টি বার্মিজ প্রজাতির পাইথন সাপ । এদিন সাপটিকে উদ্ধার করে রেঞ্জ অফিসে আনা হয়।বর্তমানে পর্যবেক্ষনের জন্য দলগাঁও রেঞ্জে রাখা হবে।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ