বুধবার সকাল সকাল কুরমাই নদীর এলাকা থেকে উদ্ধার হল একটি সম্বর হরিণ।


বুধবার সকাল সকাল কুরমাই নদীর এলাকা থেকে উদ্ধার হল একটি সম্বর হরিণ।
 
জানা যায় আলিপুরদুয়ার জেলার এক নং ব্লকের ব্লক অফিসের সন্মুখে দক্ষিণ কামসিং, কুরমাই নদী এলাকায় 100 দিনের মাটিকাটা কাজ চলছিল সে সময় দেখতে পান সম্বর হরিণটিকে স্থানীয়রা, তারপর তড়িঘড়ি করে স্থানীয়রা  
 সকালে সম্বর হরিণটিকে কে উদ্ধার করে খবর দেন চিলাপাতা বনোদপ্তরকে। ঘটনা স্থলে ছুটে আসেন চিলাপাতা রেঞ্জের বনোকর্মিরা। এবং স্থানীয়দের তৎপরতায় উদ্ধার করে হরিণটি কে চিলাপাতার জঙ্গলে ছেড়ে দেয় বলেই বনদপ্তর সূত্রে খবর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ