বড়দিনের আগাম শুভেচ্ছা বার্তা নিয়ে শহরের পথে বিধায়ক সুমন কাঞ্জিলাল




বড়দিনের আগাম শুভেচ্ছা বার্তা নিয়ে শহরের পথে বিধায়ক সুমন কাঞ্জিলাল।



আলিপুরদুয়ার:সারা বিশ্বজুড়ে পালিত হয় যে ক্রিসমাস,বাংলা ভাষায় তার পরিচয় বড়দিনের উৎসব।বড়দিন হল খ্রিস্ট ধর্মের মানুষের কাছে শ্রেষ্ঠ উৎসব।পৃথিবীর বেশিরভাগ উৎসবের সঙ্গে কোন না কোন ধর্মের সংযোগ থাকলেও বলা হয় ধর্ম যার,কিন্তু উৎসব সবার।কারণ আনন্দের যেমন কোনো ধর্ম নেই,তাই উৎসব উদযাপনের ও কোন ধর্ম নেই।পৃথিবীতে এমন বেশকিছু উৎসব রয়েছে যেগুলো উদযাপনকালে সমগ্র বিশ্বজুড়ে মানুষ জাতি ধর্ম ভুলে একই দিনে একই সাথে আনন্দে মেতে ওঠে।খ্রিস্ট ধর্মের উৎসব বড়দিন এক্ষেত্রে অন্যতম।রাত পোহালেই শুরু হয়ে যাবে ক্রিসমাস উদযাপনের পালা।আজ চলছে তার শেষ প্রস্তুতি।আনন্দধারার মাঝে উৎসবে যেন মন সাজে।আনন্দকে বাড়তি উপভোগের লক্ষ্যে আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল পৌঁছে গেলেন কচিকাঁচাদের মাঝে।খোশ মেজাজে সারা দিন কাটালেন কচিকাঁচাদের সঙ্গে।শহরের পথে দুস্থ অসহায় শিশুরাও যাতে উৎসবের মাঝে নিজেদের অস্তিত্বটুকু বুঝে উঠতে পারে,তার জন্য ভারতের কাছে ছিল বিশেষ উপহারের ডালি।সেই ডালিতে ছিল লালসাদা সান্তাক্লজ টুপি,চকলেট,শীতবস্ত্র।কচিকাচাদের একত্রে করে তাদের মাঝে দাঁড়িয়ে হাতে তুলে দিলেন এই সকল উপহার।উপহার পেয়ে বেজায় খুশি খুঁদেরা।শীতবস্ত্র হাতে পেয়ে বিধায়কের সাথে আনন্দ উপভোগ করে নিলেন খুদেদের পরিবারের সদস্যরা।বিধায়ক নিজেই যেন অসহায় মানুষগুলির মনের শান্ত হয়ে ধরা দিলেন তাদের বিপন্ন জীবনের মাঝে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ