আলিপুরদুয়ার, ২৩ ডিসেম্বরঃ গোটা রাজ্য জুড়ে সারের কালো বাজারির রুখতে আন্দোলনে নেমেছে বিজেপির কিষাণ মোর্চা। এবার আলিপুরদুয়ারও সারের কালোবাজারি বন্ধ করতে আন্দোলনে নামলেন আলিপুরদুয়ার জেলার বিজেপি কিষাণ মোর্চা। সারের কালোবাজারি ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার কিষান মোর্চার তরফে বিক্ষোভ কর্মসূচী পালিত হয় কালচিনিতে। এদিন কালচিনির বিডিও অফিসের সামনে সারের কালোবাজারি বন্ধ করতে প্রশাসনিক হস্তক্ষেপের দাবীতে বিক্ষোভ দেখায় কিষান মোর্চার কর্মী সমর্থকেরা। পরে কালচিনির বিডিও কে একটি স্মারকলিপি দেওয়া হয় সংগঠনের তরফে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি মণ্ডল সভাপতি প্রদীপ কুজুর, মণ্ডল সভাপতি নারায়ণ মঙ্গর , প্রাক্তন বিধায়ক উইলশন চম্প্রামারী সহ বিজেপি সমর্থকরা ।
0 মন্তব্যসমূহ