মৎস্য জীবিদের ক্রেডিট কার্ডের আবেদন শুরু আলিপুরদুয়ার জেলায়

*মৎস্য জীবিদের ক্রেডিট কার্ডের আবেদন শুরু আলিপুরদুয়ার জেলায়*
আলিপুরদুয়ার, ১০ ডিসেম্বরঃ মৎস্যজীবীদের ম‍ৎসচাষে আরো উৎসাহ দেওয়ার জন‍্য মৎস দপ্তরের পক্ষ থেকে শুক্রবার কালচিনি ব্লকের রাজাভাতখাওয়া এলাকায় মৎসজীবিদের জন‍্য মৎসজীবি ক্রেডিট কার্ড সংক্রান্ত সচেতনতা শিবির আয়োজিত হল। এদিনের সচেতনতা শিবিরে রাজাভাতখাওয়া এলাকার ৩০ জন মৎসজীবি উপস্থিত ছিলেন। এদিনের শিবিরে মৎস আধিকারিক বিপুল মজুমদার, কালচিনি বিডিও প্রশান্ত বর্মণ সহ ব্লক প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গ সরকার মৎসজীবিদের জন‍্য মৎসজীবি ক্রেডিট কার্ড চালু করেছে এর মাধ্যমে মৎসজীবিরা দুই লক্ষ টাকা করে লোন পাবে। এদিন ম‍ৎসজীবিদের ক্রেডিট কার্ডের জন‍্য আবেদন পত্র পূরণ করা হয়। আসন্ন দুয়ারে সরকার ক্যাম্পেও মৎস্য জীবিরা আবেদন করতে পারবেন ক্রেডিট কার্ডের।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ