প্রায় ৩২বিঘা জমির গাঁজা ক্ষেত নষ্ট করলো সাহেবগঞ্জ থানার পুলিশ
গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান চালিয়ে সোমবার দিনহাটা ২ নম্বর ব্লকের বুড়িরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মর্নেয়া ও খট্টিমারী এলাকার বিভিন্ন জায়গায় ঘুরে দেখেন সাহেবগঞ্জ থানা আবগারী দপ্তরের ভূমি দপ্তর ও ব্লক প্রশাসনের আধিকারিকেরা। এই যৌথ অভিযানে প্রায় ৩২বিঘা জমির গাঁজা গাছ দেখতে পান এই দুটি গ্রামে। তারপর এই গাজা গাছগুলিকে কেটে আগুন লাগিয়ে নষ্ট করে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। এই গাঁজা চাষ করে বেআইনী ভাবে বিভিন্ন রাজ্যে পাড়ি দেয় বলে এমনটা জানা যায়। দিনের পর দিন গাঁজা চাষ বেড়েই চলছে কুচবিহার গ্রামের বিভিন্ন প্রান্তে।কোচবিহার জেলায় এই গাঁজা চাষ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে জেলা প্রশাসনের কাছে। এই গাঁজা চাষ রুখতে দিনহাটা মহকুমার বিভিন্ন এলাকায় জুড়ে আগামী দিনে এই অভিযান লাগাতার চলবে বলে জানা গিয়েছে।
0 মন্তব্যসমূহ