আলিপুরদুয়ার জংশন মাঝেডাবরি চা বাগান থেকে খাঁচা বন্দি হল ভালুক


অবশেষে আলিপুরদুয়ার মাঝেরডাব্রি চা-বাগান থেকে খাঁচা বন্দি হল ভাল্লুক। শুক্রবার সকাল থেকেই আলিপুরদুয়ারের ওই চা বাগানে ভাল্লুকের আতঙ্ক ছড়ায়। বাগান এলাকার কর্মীরা এবং স্থানীয় বাসিন্দারা ভাল্লুকটি দেখতে পায়। বক্সা বনদপ্তর এর কর্মীরা বাগানের ১৩ ডি কম্পার্টমেন্ট ঘিরে রেখে  বনদপ্তরের দুই কুনকি হাতি মমতাজ এবং জোনাকির পিঠে চড়ে কালকুট নদীর পার্শ্ববর্তি চা বাগানের মাঝে তল্লাশি চালায় বনদপ্তর। সেই সময় বাগানের কম্পার্টমেন্টের কাজ সম্পূর্ণ বন্ধ ছিল। ভাল্লুকটি চা বাগান সহ বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছিল, এর ফলে আতঙ্কিত হয়ে পড়ে মানুষ। অবশেষে দীর্ঘ চেষ্টার পর ভাল্লুক টিকে খাঁচাবন্দি করতে সমর্থ হয় বনদপ্তর এর কর্মীরা এর ফলে আতঙ্কের থেকে হাফ ছেড়ে বাঁচেন এলাকার লোকজন। জানা যায় এটি একটি স্ত্রী ভাল্লুক, আনুমানিক বয়স তিন বছর। ভাল্লুকটিকে উদ্ধার করে বক্সার গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে বন দপ্তর সূত্রে খবর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ