আলিপুরদুয়ার:কালচিনি ব্লকের তোর্ষা চা বাগানে কর্মরত মহিলা শ্রমিকদের শাড়ি প্রদান করেন কালচিনি ব্লক প্রশাসন । মঙ্গলবার কালচিনি ব্লকের তোর্ষা চা বাগানে এসে নিজের হাতে বাগানের কর্মরত মহিলা শ্রমিকদের হাতে শাড়ি তুলে দেন কালচিনি বিডিও বাবু প্রশান্ত বর্মণ ও ব্লক স্তরের আধিকারিকরা। এদিন তোর্ষা চা বাগানে উপস্থিত ছিলেন কালচিনি পঞ্চায়েত সমিতির সভাপতি অরুণা পরিয়ার ও পঞ্চায়েত সমিতির সদস্যরা।
0 মন্তব্যসমূহ