বেকার যুবক যুবতীদের জন্য শুরু হল বিউটিশিয়ান কোর্স



আলিপুরদুয়ার : জয়ঁগা খোকলা সরস্বতী প্রাথমিক বিদ‍্যালয়ে মঙ্গলবার SSB 53 ব‍্যাটালিয়ানের পক্ষ থেকে খোকলাবস্তি , তরিবাড়ি এলাকার 20 জন বেকার স্থায়ী যুবতীকে নিয়ে 30 দিনের বিউটিসিয়ান কোর্সের প্রশিক্ষণ শুরু হল। এদিন অনুষ্ঠানে যুবতীদের হাতে সাজের জিনিস সামগ্রী প্রদান করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন SSB53 ব‍্যাটালিয়ানের ডেপুটি কমাণ্ডেণ্ট সৌমেন রায়, জয়ঁগা এক নং গ্ৰাম পঞ্চায়েতের উপপ্রধান সুনিতা লামা সহ অনেক বিশিষ্টজনেরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ