বাতিল হয়ে গেল ৮ম বর্ষ আলিপুরদুয়ার জেলা বই মেলা 2022


সাহিত্য সংস্কৃতিপ্রেমী মানুষদের জন্য দুঃসংবাদ। বাতিল হয়ে গেল ৮ম বর্ষ আলিপুরদুয়ার জেলা বই মেলা। অন্যান্যবারের থেকে দ্বিগুণ সংখ্যক স্টল নিয়ে, জেলার বিভিন্ন ভাষা ও সংস্কৃতির বৈচিত্রকে মেলা প্রাঙ্গণে তুলে ধরতে অক্লান্ত পরিশ্রম করা বই মেলার সংগে যুক্ত প্রত্যেকের জন্য এই ঘোষণা সত্যিই মর্মান্তিক। কিন্তু উদ্বেগজনক কোভিড পরিস্থিতি এছাড়া আর কোন বিকল্প খোলাও রাখেনি। যদিও আলিপুরদুয়ার জেলার বিগত ১ সপ্তাহের রিপোর্ট উদ্বেগের না হলেও সাবধানে পা ফেলা ছাড়া উপায়ও নেই। তাই শেষ পর্যন্ত বাতিলই করতে হচ্ছে এবছরের বই মেলা। আমরা সবাই অধীর আগ্রহে তাকিয়ে থাকব আগামী বই মেলার দিকে। আসুন আমরা সবাই অক্ষরে অক্ষরে মেনে চলি সরকারি বিধিনিষেধ। সবাই সুস্থ থেকে আমরা যেন আগামী বছর অনুষ্ঠিত করতে পারি জেলা বই মেলা,এই হোক আমাদের সকলের অঙ্গীকার। সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ।যারা পরামর্শ দিয়ে ঋদ্ধ করেছেন,যারা শারীরিক ভাবে পরিশ্রম করে বই মেলাকে সফল করতে ঝাঁপিয়েছিলেন তাদের প্রত্যেককে কুর্নিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ