অসম-বাংলা সীমানাবর্তী এলাকায় ২৪টি মহিষ উদ্ধার
আলিপুরদুয়ারঃ
পাচারের পথে বড় সড় সাফল্য পেলো আলিপুরদুয়ার জেলা পুলিশ। আবারও একটি বড় সড় সাফল্য পেলো আলিপুরদুয়ার জেলা পুলিশ জেলার অসম-বাংলা সীমানাবর্তী বারোবিশা পুলিশ ফাঁড়ির । জানাগিয়েছে পাকড়িগুরি এলাকায় অভিযান চালিয়ে পাচারের পথে ২৪টি মহিষ উদ্ধার করে পুলিশ। জানা গেছে মহিষ গুলি বিহার থেকে অসমে পাচার করা হচ্ছিলো। ঘটনায় দুইটি গাড়ি আটক করে বারোবিশা ফাঁড়ির পুলিশ এবং দুই জন চালকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
0 মন্তব্যসমূহ