অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান আলিপুরদুয়ার জেলার পুলিশ
আলিপুরদুয়ার ১৩ জানুয়ারিঃ অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান চালালো আবগারি দপ্তর এবং আলিপুরদুয়ার জেলা পুলিশ। বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ি পুলিশ ফাঁড়ির অন্তর্গত খোয়ারডাঙ্গা এবং কোনাপাড়া এলাকায় অভিযান চালায় আবগারি দপ্তর এবং আলিপুরদুয়ার জেলা পুলিশ। এদিনের এই অভিযানে উপস্থিত ছিলেন কুমারগ্রাম থানার আইসি বাসুদেব সরকার, কামাখ্যাগুড়ি পুলিশ ফাঁড়ির ওসি টি এন লামা, আবগারি দপ্তরের কুমারগ্রাম সরকারের ওসি প্রবীর সান্যাল ।জানা যায়় গাঁজা অবৈধ ভাবে চাষ করা হচ্ছিল।
0 মন্তব্যসমূহ