ফেস অফ জেলিস প্রতিযোগিতায় আলিপুরদুয়ার জেলা থেকে দ্বিতীয় হলেন অনুপমা কজুর

ফেস অফ জেলিস প্রতিযোগিতায় দ্বিতীয় হলেন আলিপুরদুয়ার জেলার কালচিনি এলাকাবাসি অনুপমা কজুর।




আলিপুরদুয়ার: সারা উত্তরবঙ্গ জুড়ে আয়োজিত ফেস অফ জেলিস প্রতিযোগিতায় দ্বিতীয় পুরষ্কার  প্রাপ্ত  অনুপমা কুজুরকে বৃহস্পতিবার কালচিনি এলাকায় সম্বর্ধনা প্রদান করা হল । সম্প্রতি মালবাজার এলাকায় ফেস অফ জেলিস সেশন তিন এর দ্বিতীয় হয় কালচিনি ব্লকের সাঁতালি মণ্ডল পাড়ার বাসিন্দা  অনুপমা কুজুর। বৃহস্পতিবার কালচিনি ব্লকের লতাবাড়ি এলাকায় তাকে সম্বর্ধনা প্রদান করে। এদিনের সম্বর্ধনা প্রদান অনুষ্ঠানে কালচিনি ব্লকের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা ও এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন । অনুপমা  কুজুর জানান আমাকে এই স্থানে যেতে আমার পরিবারের সদস্যরা ,প্রতিবেশীরা অনেক সহযোগিতা করেছে। আগামীতে জাতীয় স্তরের বিউটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চায় অনুপমা  কুজুর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ