আজ সকাল প্রায় ১১.৩০ টার সময় এথেলবাড়ি চৌপথিতে একটি বাইক কে পিষে দিয়ে যায় একটি ট্রেলার, একজন ব্যক্তির ঘটনা স্থলেই মৃত্যু হয় এবং আর একজন বাইক আরোহী অল্প আহত হলে প্রাথমিক চিকিৎসার পর সুস্থ রয়েছেন। সূত্র অনুসারে দুই বাইক আরোহী ওদলাবাড়ি থেকে বীরপাড়ার অভিমুখে যাচ্ছিলেন। এলাকায় এই মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়েছে।
0 মন্তব্যসমূহ