কামাখ্যাগুড়িতে করোনা সংক্রমণ সচেতন করতে প্রচারে পুলিশ প্রশাসন








করোনা সংক্রমণ থেকে সাধারন মানুষকে সচেতন করতে আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়িতে প্রচারে পুলিশ প্রশাসন।




আলিপুরদুয়ার ০৪ জানুয়ারিঃ   করোনা  নিয়ে সাধারন মানুষকে সচেতন করতে পথে নামলো আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ। মঙ্গলবার দিনভর কামাখ্যাগুড়ি বাজার চৌপথীতে কামাখ্যাগুড়ি পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে মাক্স বিহীন জনগণের বিরুদ্ধে অভিযান চালানো হয়।  এদিন পাঁচ জন মাস্ক বিহীন মানুষকে  আটক করে  পুলিশ। তাদের বিরুদ্ধে  আইন অনুযায়ী মামলা রুজু করেছে কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ।  এছাড়া পুলিশের পক্ষ থেকে এদিন মাস্ক এবং স্যানিটাইজার দেওয়া হয় সাধারণ মানুষকে। প্রতিটি যাত্রীবাহী  বাস ও ছোট গাড়িতেও যাত্রীদের সচেতন করা হয়।  
প্রসঙ্গত উল্লেখ্য, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সোমবার থেকে রাজ্য জুড়ে জারী হয়েছে কঠোর বিধিনিষেধ। প্রতিটি জেলার পুলিশ প্রশাসন সাধারন মানুষকে সচেতন করছেন করোনা সংক্রমণ থেকে বাঁচতে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ