শনিবার বিকেল নাগাদ নিউটাউন সম্মেলনি ক্লাব সংলগ্ন মন্দিরের পুরোহিতের বাড়িতে হানাদিয়ে বেআইনি কাফশিরাপ ও ট্যাবলেট উদ্ধার করলো আলিপুরদুয়ার থানার এন্টি ক্রাইম টিম। দীর্ঘদিন ধরেই মধ্যপাড়া এলাকার বাসিন্দা পেশায় মন্দিরের পুরোহিত সুমন চক্রবর্ত্তীর বিরুদ্ধে অল্প বয়সী ছেলে মেয়েদের নেশাজাতীয় দ্রব্য বিক্রির অভিযোগ উঠে আসছিল পুলিশের কাছে। অল্পবয়সী ভক্তদের প্রসাদের পাশাপাশি নেশাজাত ট্যাবলেট ও কাফসিরাপ বিতরণের অভিযোগের ভিত্তিতে গোপন সূত্রের খবরে এদিন বিকেল নাগাদ হঠাৎ ওই অভিযুক্ত পুরোহিতের বাড়িতে হানা দেয় আলিপুরদুয়ার থানার এন্টি ক্রাইম টিমের কর্মীরা। অভিযুক্ত সুমন চক্রবর্তীর বাড়ি থেকে উদ্ধার হয় ১৪৭ বোতল বেআইনি কাফশীরাপ ও ৬ বাক্স নেশাজাত ট্যাবলেট। খবর পেয়ে ঘটনাস্থলে আলিপুরদুয়ার থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে অভিযুক্তের বাড়িতে যান মহকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ চক্রবর্তী। জানাগেছে মূল অভিযুক্ত সুমন চক্রর্ত্তীকে গ্রেফতার করেছে পুলিশ। আগামীকাল অভিযুক্তকে NDPS ধারায় জলপাইগুড়ি আদালতে পেশ করবে আলিপুরদুয়ার থানার পুলিশ।
0 মন্তব্যসমূহ