আলিপুরদুয়ার: বিজেপির (BJP) তরুণ নেতার ঝুলন্ত দেহ উদ্ধার।
ঘটনাস্থান আলিপুরদুয়ারের বোনচুগা মারি অঞ্চলের ঘাগরা এলকার। মৃতের নাম শুভ্রজ্যোতি ঘোষ। জানা যায় বছর খানেক আগে ভিনরাজ্যে কাজ করতেন শুভ্রজ্যোতি। এরপর আলিপুরদুয়ারে (Alipuduar) এসে সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিল তিনি। শুভ্রজ্যোতি বিজেপি যুব মোর্চার ১২ নম্বর মণ্ডল কমিটির সম্পাদকও ছিলেন। জানা গিয়েছে, মঙ্গলবার রাত পেরিয়ে গেলেও ঘরে ফিরেননি তিনি। চিন্তা বাড়তে থাকে পরিবারের। আশেপাশে খোঁজ করার পরও মেলেনি কোনও সন্ধান। এরপর আজ সকালে তাঁর বাড়ির পিছনে অল্প দূরে বাঁশের বেড়ায় উদ্ধার হয় ঝুলন্ত দেহ। এদিকে, ঝুলন্ত অবস্থায় ওই বিজেপি কর্মীর শরীরের বেশিরভাগ অংশই মাটিতে ছিল। তাই এটি আত্মহত্যা, না এই মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ আছে তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।
অন্যদিকে, শুভ্রজ্যোতিকে দুষ্কৃতী দ্বারা খুন করা হয়েছে বলে অভিযোগ করছে বিজেপি নেতৃত্ব। এইজন্য তারা আলিপুরদুয়ার থানায় অভিযোগ করতে যান। তবে সেখানে তাদের অভিযোগ না নেওয়ায় তারা এদিন আলিপুরদুয়ার বক্সা ফিডার রোড অবরোধ করে। প্রায় ৩০ মিনিট এই পথ অবরোধ চলার পর আলিপুরদুয়ার থানার পুলিশ পৌঁছে তাদের সঠিক তদন্তের আশ্বাস দেন। সেই আশ্বাসে আশ্বস্ত হয়ে তাঁরা পথ অবরোধ তুলে নেন। পুলিশ সূত্রে খবর, তারা দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
0 মন্তব্যসমূহ