আলিপুরদুয়ার: বিজেপি শিবিরে ধ্বস অব্যাহত ।বিধানসভা ভোটের ফলের পর দেখাগেছিল যে,আলিপুরদুয়ার জেলার পাঁচটি আসনই বিজেপির দখলে গেছে । কিন্তু পাঁচ আসন প্রাপ্তির এই সুখ খুব বেশিদিন টেকেনি বিজেপির।বিধানসভার ফলের পর কিছুদিনের মধ্যেই বিজেপির তৎকালীন জেলা সভাপতি গঙ্গা প্রাসাদ শর্মা সদলবলে তৃণমূল কংগ্রেস যোগ দেয়। সেই ভাঙ্গনের শুরু , এবং এখনো প্রতিনিয়ত চলছে ভাঙ্গন । বুধবার দুপুরে জেলা বিজেপির লিগ্যাল সেলের ২৬ জন আইনজীবি বিজেপি ছেড়ে যোগ দেয় তৃণমূলে। আলিপুরদুয়ার আদালত চত্বরে মঞ্চ বেঁধে অনুষ্ঠিত হয় সেই যোগদান পর্ব।জেলা তৃণমূলের সভাপতি প্রকাশ চিক বাড়াইক সহ জেলার তৃণমূলের লিগ্যাল সেলের আইনজীবী নেতাদের উপস্থিতিতে বিজেপি ছেড়ে আসা আইনজীবীরা তৃণমূলের পতাকা হাতে তুলে নেন।
0 মন্তব্যসমূহ