ফের অভিযান চালিয়ে অবৈধ কাঠ বাজেয়াপ্ত করলো বক্সা ব্যাঘ্র প্রকল্পের পানা মোবাইল রেঞ্জের বনকর্মীরা। মঙ্গলবার, গোপন সূত্রে খবর পেয়ে রেঞ্জার শ্যামল মণ্ডলের নেতৃত্বে রেঞ্জের একটি বিশেষ দল কালচিনি ব্লকের সরোজিৎপল্লী ও চিনচুলা চা বাগান এলাকা থেকে অবৈধ কাঠ বাজেয়াপ্ত করেছে । তবে বনকর্মীদের দেখে কাঠ পাচারকারীরা সেখান থেকে পালিয়ে যায়।উভয় স্থানে অভিযান চালিয়ে আড়াই হাজারের বেশি সিএম কাঠ বাজেয়াপ্ত করেছে বিভাগ। যার বাজার মূল্য হবে তিন লক্ষ টাকারও বেশি। কাঠ চোরাচালানের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান পানা মোবাইল রেঞ্জের রেঞ্জার শ্যামল মণ্ডলে।
0 মন্তব্যসমূহ