বিদ্যালয়গুলিতে সমস্যা প্রতিকারের স্মারকলিপি শিক্ষামন্ত্রী কে





আজ বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সঙ্ঘের আলিপুরদুয়ার জেলা শাখার পক্ষে ডি আই মারফত রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রীকে ভারতবর্ষের স্বাধীনতার 75তম (প্লাটিনাম জয়ন্তী ) বর্ষ উদযাপনের জন্য সরকারী নির্দেশিকা জারী করে সারা দেশের সাথে তাল মিলিয়ে রাজ্যের বিদ্যালয়গুলোতে পালন করার দাবী জানায়, এছাড়া বিগত এক বছর যাবৎ রাজ্যের স্কুল গুলোতে তৃতীয় ভাষা (সংস্কৃত) বিষয়ে এক্টিভিটি টাক্স না নেওয়া বিষয়ে ক্ষোভ প্রকাশ করে এবং সমস্ত বিষয়ের সাথে এই বিষয়েও সমান গুরুত্ব দেবার দাবী জানায় এবং কোন সরকারী লিখিত নির্দেশ ছাড়া নরমাল সেকশনে এপ্রুভাল প্রাপ্ত শিক্ষকদের যেভাবে মৌখিক নির্দেশে দুভাগে বিভাজন করছে সে বিষয়ে স্পষ্ট সরকারী লিখিত নির্দেশ জারী করার দাবি জানায়॥ এছাড়াও জেলায় কিছু শিক্ষকের ট্যাক্সের অর্থ সময়মত জমা না হওয়ায় তারা সমস্যায় পরে, সে সমস্যাও সমাধানের দাবী জানায়॥ এছাড়া লস ইনক্রিমেন্ট ও এসেসমেন্ট ইয়ার 2021-22 এর ফর্ম 16 দ্রুত দেবার দাবি জানানো হয়।
বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সঙ্ঘের জেলা সম্পাদক হারাধন ঘোষ জানান যে আমাদের সংগঠনের তরফ থেকে গত 21শে জানুয়ারী থেকে রাজ্যের সমস্ত জেলায় ডেপুটেশন কার্যক্রম চলছে অনান্য দাবীর পাশাপাশি বিদ্যালয় গুলোতে দ্রুত পঠন পাঠন শুরুর দাবিতে, সে কার্যক্রমের অংশ স্বরূপ আমাদের জেলাতেও আজ ডেপুটেশন দেওয়া হলো, ইতিমধ্যে বিদ্যালয়ে পঠন পাঠন শুরুর নির্দেশিকা জারী হয়েছে, সেই নির্দেশকে স্বাগত জানাই এবং বাকি অনান্য দাবিগুলোও যেন দ্রুত সমাধান করা হয় সে দাবি জানাই॥ তিনি সাথে সাথে আজকের কার্য্যক্রমে উপস্থিত সমস্ত শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের ধন্যবাদ জানান॥

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ