আলিপুরদুয়ার: পুরভোটে ঘোষিত তৃণমূলের প্রার্থী তালিকার বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ ঘটল আলিপুরদুয়ারে । বিক্ষোভ দেখতে টিকিট প্রত্যাশীদের অনুগামীরা নেমে পড়ে শহরের রাস্তায়। কোথাও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, কোথাও দলীয় পতাকা হাতে পথ অবরোধে নামে তারা। এদিন আলিপুরদুয়ার চৌপথি, আলিপুরদুয়ার মহাকাল ধাম,আলিপুরদুয়ার কোর্ট মোড় সহ বিভিন্ন এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূলে কর্মী সমর্থকরা । তাদের দাবি তাদের কাঙ্খিত ব্যাক্তিকে পুরভোটের টিকিট দিতে হবে, নইলে কোথাও কোথাও ভোট বয়কটেরও আওয়াজ ওঠায় তারা। প্রার্থী নিয়ে বিক্ষোভ প্রসঙ্গে ,জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সঞ্জীব ধর বলেন, যে প্রত্যেক ওয়ার্ডেই আমাদের অনেকজন করে ফিট ক্যান্ডিডেট আছে , তাই সবারই প্রত্যাশা থাকতে পারে ,সে কারণে তাৎক্ষণিক কোনো ঘটনা ঘটে থাকতে পারে। অপরদিকে তৃণমূলের প্রার্থী নিয়ে এই কোন্দল কে কটাক্ষ করতে ছাড়েনি জেলা বিজেপি সভাপতি ভূষণ মোদক।এ প্রসঙ্গে তিনি বলেন, তৃণমূলের কোনো নীতি আদর্শ নেই, দলের প্রতি কারো আনুগত্য নেই। এই দলের নীতি আদর্শ হচ্ছে, কাটমানি আর তলাবাজি।
0 মন্তব্যসমূহ