বিদেশি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে আলিপুরদুয়ার রেলওয়ে স্কুলে হাইজিন প্রোগ্রাম।



আলিপুরদুয়ার জংশন রেল ওয়ে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সি স্বেচ্ছাসেবী সংস্থার আয়োজিত কর্মশালা।

বুধবার আলিপুরদুয়ার জংশন রেল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে জিকা ( জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সি) নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা আচ্ছি আদত ( সু অভ্যাস) কর্মশালার আয়োজন করে।সেখানে পড়ুয়াদের মধ্যে সু অভ্যাস গড়ে তোলার পাঠ দেওয়া হয়। আচ্ছি আদত অর্থাৎ সু অভ্যাসের পাঠ দিলেন পড়ুয়ারা। সকাল বেলা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে শুতে যাওয়া পর্যন্ত কোন কাজ গুলি করলে সুস্বাস্থ্য বজায় থাকবে তার পাঠ দিলেন দ্বাদশ শ্রেণীর ছাত্রী তানিস্কা পাল। প্রোজেক্টর ও বক্তব্যের মধ্যে দিয়ে তা সহপাঠীদের সামনে তুলে ধরে শর্মিষ্ঠা চক্রবর্তী ও তানিস্কার পাল এর মতো পড়ুয়াদের একাংশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ