চায়ের দোকান চালিয়ে মেডিকেলে সুযোগ পেল দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা রিন্টু মন্ডল ।


চায়ের দোকান চালিয়ে মেডিকেলে সুযোগ ।

কথায় বলে মনের ইচ্ছা থাকলে কোন প্রতিবন্ধকতায় স্বপ্ন পূরণে বাধা হতে পারে না। দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের রিন্টু মালি যেন তারই উৎকৃষ্ট উদাহরণ। জীবন সগ্রামের যাত্রাটা শুরু,ঠিক জাতীয় সড়কের পাশে ছোট্ট চায়ের দোকান থেকে।এই কর্ম সংস্থান থেকে দিনাতিপাতে, হিমশিম খাচ্ছে পরিবারের। সেই পরিস্থিতিতে ও স্বপ্ন দেখা থেমে থাকেনি রিন্টু মন্ডলের। ছেলেটা স্বপ্ন দেখতে ভালোবাসে।চরম অন্ধকারে তার দু চোখে স্বপ্নের আলো।চরম প্রতিকূলতা,পিছু হাটে না।প্রতিকূলতা চলছে পর্যায়ে পর্যায়ে।তবুও অধ্যবসায় এবং মনের জেদ নিয়ে এগিয়ে চলা। ২০২১ সালের ১২ সেপ্টেম্বর নিট পরীক্ষায় বসে রিন্টু।সময় এবং মেধার সংযোগে নিট পরীক্ষায় উত্তীর্ণ হয় ছেলেটি। 14ই ফেব্রুয়ারি 2022 মালদা মেডিকেল কলেজ হাসপাতালে MBBS পড়ার সুযোগ আসে। এযেন চরম দরিদ্রতার মাঝেও স্বপ্ন পূরণের এক গল্প।

ছেলের সাফল্যে আপ্লুত রিন্টু মন্ডলের মা মীরা মন্ডল মালি জানান,
জানা গেছে শহরে জাতীয় সড়কের পাশেই সরকারি জায়গায় বহু বছর ধরে বাসবাস করতো রিন্টু ও তার পরিবার।2020 সালে রাজনৈতিক সভার কারণে তড়িঘড়ি পৌরসভার পক্ষ থেকে তাদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। মেধাবী ছাত্রটির পরীক্ষার আগে যেন মাথায় আকাশ ভেঙে পড়ে। মাথার উপরে ছাদ না থাকলেও জীবনের লড়াইটা থেমে থাকেনি রিন্টুর, বুনিয়াদপুর হাই স্কুলের সহকারি প্রধান শিক্ষিকা কেয়া সরকার বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকারাও তার পাশে দাঁড়ান সেই সময়। 

বর্তমানে রেল লাইনের ধারে খুব কষ্টে এক চিলতে টিনের ঘর তাদের। জীবনের নানান ঘাত-প্রতিঘাত দেখেছে রিন্টু স্বচক্ষে। কিন্তু হার মানেনি ছেলেটি। জীবনে পড়াশোনা করতে চাইলে দরিদ্রতা কখনোই বাধা হতে পারে না এমনটাই মনে করে ছেলেটি। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ