হোস্টেল খোলার দাবিতে আলিপুরদুয়ার জেলাশাসককে স্মারকলিপি দিলো আলিপুরদুয়ার কলেজের ছাত্রাবাসের ছাত্ররা




আলিপুরদুয়ার :হোস্টেল খোলার দাবিতে জেলাশাসক এবং বি সি ডব্লিউ কে স্মারকলিপি দিলো আলিপুরদুয়ার সেন্ট্রাল বয়েজ হোস্টেল এর ছাত্ররা।

বুধবার হোস্টেল খোলার দাবিতে আলিপুরদুয়ার জেলাশাসককে স্মারকলিপি দিলো আলিপুরদুয়ার কলেজের ছাত্রাবাসের ছাত্ররা। এদিন তারা জানান আমরা যারা দূরের ছাত্র রয়েছি পরীক্ষার মুখে প্রতিদিন যাওয়া আশা বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। শীঘ্রই ছাত্রাবাস খুলেল আমাদের পরীক্ষা দিতে সুবিধা হবে, অনেক উপকৃত হব আমরা দূরের ছাত্ররা। এই আশা নিয়ে আজ আলিপুরদুয়ার জেলা শাসক কে স্মারকলিপি দিয়ে অনুরোধ জানাই হোস্টেল খুলতে দ্রুত পদক্ষেপ নিতে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ