আলিপুরদুয়ার: আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮টি পুরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে । বৃহস্পতিবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য নির্বাচন কমিশন। এদিন থেকেই এই সব জায়গায় জারি হয়ে গেল নির্বাচনী আদর্শ আচরণ বিধি। এরপর এদিন বিকেলে সর্বদলীয় বৈঠক ডাকলেন মহিকুমা শাসক বিপ্লব সরকার। বৈঠকে উপস্থিত দলীয় নেতৃত্বদের এদিন কী করা যাবে এবং কী করা যাবে না, তা বোঝান তিনি। এই বৈঠকে মহকুমা শাসক বিপ্লব সরকার জানান, 'কোনো দলীয় সভা বা মিছিলে পাঁচশো জনের বেশি জমায়েত করা যাবে না। এছাড়াও সভা ,মাইক ব্যবহার এসবের জন্য দলীয় নেতৃত্বদের আলিপুরদুয়ার আইসির কাছে দরখাস্ত করতে হবে, এরপর তা আমার কাছে আসবে এবং আমি তার অনুমতি দেব।'
এছাড়াও এদিনের বৈঠকে জানানো হয়, মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ ৩ রা ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুরু হয়ে গিয়েছে, যা ৯ ফেব্রুয়ারি চলবে। এছাড়া মাঝে সরস্বতী পুজো ও রবিবার এই দুই ছুটির দিনে মনোনয়ন জমা নেওয়া হবে না। ১০ ফেব্রুয়ারি স্কুটিনি ও ১১ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ করা হবে এবং ১২ ফেব্রুয়ারি প্রার্থীদের তালিকা ঘোষণা হবে। এছাড়াও এখনও পর্যন্ত আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়কে আলিপুরদুয়ার ও ফালাকাটার ভোট গণনা কেন্দ্র হিসেবে ধরে রাখা হয়েছে বলে বৈঠকে জানানো হয়।
এছাড়া মহকুমা শাসক আগেই জানিয়েছিলেন যে, আলিপুরদুয়ার শহরে পুরসভার ৬৮ টি ভোটগ্রহণ কেন্দ্র হবে।যার মধ্যে মূল ভোট গ্রহণ কেন্দ্র ৬০ টি।
0 মন্তব্যসমূহ